• সাতসকালে দাউদাউ আগুন সন্তোষপুর স্টেশনে, বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল
    প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনা সন্তোষপুর স্টেশনে। সকাল ৭টা নাগাদ ১ নং প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান রেলযাত্রীরা। দাউদাউ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ দক্ষিণে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ। শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে আপাতত ট্রেন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পাঠানো হয় দমকলে। তবে দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ। ততক্ষণে প্ল্যাটফর্মের প্রচুর ছোট দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আতঙ্কিত স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দা থেকে নিত্যযাত্রী ? সকলেই।

    রেল সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দোকানগুলি জামাকাপড়, চা ও নানা ছোটখাটো সামগ্রীর এবং সেসব ত্রিপল দিয়ে তৈরি। পুজোর মুখে ব্যবসায়ীরা নতুন সামগ্রী এনেছিলেন বিক্রির জন্য। কিন্তু মঙ্গসলবার সকালের অগ্নিকাণ্ডে অধিকাংশ দোকানই পুড়ে ছাই। বড়সড় লোকসানের মুখে পড়ে মাথায় হাত তাঁদের। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

    সকাল ৭টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্টেশনে কীভাবে এত বড় আগুন লাগল, সেই প্রশ্ন উঠছে। বড়সড় বিপদের আশঙ্কাও করছেন কেউ কেউ। তবে রেল যাত্রী নিরাপত্তার স্বার্থে সন্তোষপুর স্টেশন পর্যন্ত রেল চলাচল বন্ধ রেখেছে। এই মুহূর্তে শিয়ালদহ-বজবজ শাখায় আপ ও ডাউন ট্রেন চলছে মাঝেরহাট পর্যন্ত। তার জেরে বিস্তর সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। বজবজ-কলকাতা যোগাযোগের সহজ রাস্তা হিসেবে এই ট্রেনরুট বন্ধ থাকায় ঘুরপথে যেতে হচ্ছে তাঁদের। সামগ্রিক পরিস্থিতির জন্য রেলের উদাসীনতাকে দায়ী করা হচ্ছে। তবে স্টেশনে অগ্নিকাণ্ডে নিয়ে এখনও রেলের তরফে কিছু জানানো হয়নি।
  • Link to this news (প্রতিদিন)