• ৬৬ পল্লিতে ‘প্ল্যাটিনাম জুবিলি’, কেরালার ‘থেইয়াম’ নৃত্যের পারফরম্যান্স মণ্ডপে, ৮৭ বছরে বাদামতলা আষাঢ় সংঘে থিম ‘আর্জি’
    এই সময় | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতার দুর্গাপুজো মানে ‘একই অঙ্গে বহু রূপ’–এর সমন্বয়। থিমের বৈচিত্র, প্রতিমার সৌন্দর্য ও মণ্ডপসজ্জায় নতুন কিছু রাখার চেষ্টায় প্রায় সব কমিটিই বাকিদের থেকে একটু এগিয়ে থাকতে চায়।

    যে কমিটিগুলি কোনও ‘জুবিলি’ পালন করছে, তাদের তো কথাই নেই। যেমন, ৬৬ পল্লি। এ বার তাদের ‘প্ল্যাটিনাম জুবিলি’। ৭৫ বছরে নিজেদের উদ্যোগকে স্মরণীয় করে রাখতে কমিটি এমন কিছুর পরিকল্পনা করেছে, যা কলকাতা আগে দেখেনি।

    সেটা কী রকম? কমিটির তরফে প্রদ্যুম্ন মুখোপাধ্যায় বলেন, ‘এ বার কেরালার নির্মাণশৈলীর অনুকরণে একটি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছি। মণ্ডপে কেরালার নানা শিল্পের নিদর্শন থাকবে।

    তা ছাড়া, পুজোর দিনগুলিতে সন্ধে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কেরালার থেইয়াম নৃত্যের লাইভ পারফরম্যান্স দেখা যাবে মণ্ডপে।’ মহানগরের পুজোয় থেইয়াম নৃত্যের এমন প্রদর্শন এই প্রথম বলে কমিটির দাবি। এ জন্য কেরালা থেকে ১৫ জন শিল্পীর দল আসছে কলকাতায়। মণ্ডপ তৈরির দায়িত্বে গোপাল পোদ্দার, প্রতিমাশিল্পী রাজেশ মণ্ডল।

    দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত বাদামতলা আষাঢ় সংঘের পুজো এ বার ৮৭ বছরে পড়ল। মণ্ডপ তৈরির দায়িত্বে শিল্পী সোমনাথ দোলুই। প্রতিমা গড়ছেন পল্লব জানা। বাদামতলার এ বছরের থিম ‘আর্জি’।

    মণ্ডপে এই থিম ফুটিয়ে তোলা সহজ নয় মোটেই। আলো থেকে প্রতিমার সাজ, প্যান্ডেল — সবেতেই থাকবে বিচার–ব্যবস্থার নানা প্রতীক। কমিটির তরফে সন্দীপ চক্রবর্তী বলেন, ‘দুর্গাকে ন্যায়ের দেবী হিসেবে দেখানো হচ্ছে। মণ্ডপে থাকবে সুবিচারের প্রতীকী চিত্রায়ন। আমরা সবাই কোনও না কোনও সময়ে ঈশ্বরের বিচারের উপরে ভরসা করতে বাধ্য হই। মণ্ডপে সেটাই ফুটিয়ে তোলা হবে।’ দেশ ও সমাজে শান্তি–সুবিচারেরই বার্তা বাদামতলার এ বারের পুজোয়।
  • Link to this news (এই সময়)