• স্টিয়ারিংয়ে মদ্যপ পুলিশকর্মী! গাড়ির ধাক্কায় মৃত্যু ২ শিশুর, আহত ১
    এই সময় | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • আইনরক্ষকের গাড়ির বেপরোয়া গতির বলি দুই শিশু। হরিয়ানার পালওয়ালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিন শিশুকে ধাক্কা মেরে পিষে দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ শিশুর। গুরুতর আহত অন্য এক শিশু। দুর্ঘটনার প্রতিবাদে ধুন্ধুমার এলাকায়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

    সূত্রের খবর, অভিযুক্ত পুলিশকর্মীর নাম নরেন্দ্র। তিনি হরিয়ানা পুলিশের হেড কনস্টেবল এবং নুহ ডিএসপি অফিসে রিডার। অভিযোগ, মঙ্গলবার পালওয়ালের রাস্তায় তিন শিশুকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। সেখানেই মৃত্যু হয় পাঁচ ও সাত বছর বয়সি দুই শিশুর। অন্য শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

    সূত্রের খবর, শিশুদের ধাক্কা মারার পরেই গাড়ি থেকে নেমে অভিযুক্ত পুলিশকর্মী পালাতে যান। তাঁকে ধাওয়া করে ধরেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মদের নেশায় কোনও হুঁশ ছিল না ওই পুলিশ কর্মীর। ভালো করে দাঁড়াতেও পারছিলেন না। উল্টে প্রতিবাদীদের ভয় দেখিয়ে ধমকও দেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

    এই ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তড়িঘড়ি পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে আনতে গেলে বাধা দেন স্থানীয়রা। আটকে দেওয়া হয় রাস্তা। তাঁরা দাবি করেন, তাঁদের উপস্থিতিতেই অভিযুক্ত পুলিশকর্মীর মেডিক্যাল টেস্ট করাতে হবে যাতে বিষয়টি ধামাচাপা না পড়ে যায়। মৃত শিশুদের পরিবারের লোকজনকে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পুলিশ কর্মীকে। তবে পুলিশ জানিয়েছে, মেডিক্যাল রিপোর্টের পরই জানা যাবে তিনি আদৌও মদ্যপ ছিলেন কি না।

  • Link to this news (এই সময়)