• স্কুল শেষে বাড়ি ফিরছিল তিন ভাই, পুলিশের বেপরোয়া গাড়ি পিষে দিল তিনজনকেই! পথেই শেষ ২জন
    আজকাল | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্কুল থেকে একসঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল তিন ভাই। মাঝ রাস্তায় ঘটল বিপত্তি। বেপরোয়া গাড়ির চাকা পিষে দিল পরপর তিন ভাইকেই। ভয়াবহ দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় একজন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার পালওয়ালে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা হল অয়ন (১৩) ও আহসান (৯)। ঘটনাস্থলেই এই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। অর্জন (৭) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বেপরোয়া গতির গাড়িটি চালাচ্ছিলেন একজন পুলিশ কর্মী। অভিযুক্ত পুলিশের হেড কনস্টেবল মত্ত অবস্থায় ছিলেন। 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ কর্মী নরেন্দ্রর কুমার মত্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্থানীয়রাই তাঁকে আটকে ফেলেন। দুর্ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূর থেকে অভিযুক্ত পুলিশ কর্মীকে আটক করা হয়। 

    পুলিশ আধিকারিক মহিন্দর সিং জানিয়েছেন, 'গতকাল দুপুর দেড়টা নাগাদ এক সরকারি স্কুল থেকে তিন ভাই বাড়ি ফিরছিল। পথেই পরপর তিন ভাইকে পিষে দেয় বেপরোয়া গাড়িটি। গাড়িটি চালাচ্ছিলেন এক পুলিশ হেড কনস্টেবল। তাঁর মেডিক্যাল টেস্ট করা হবে। মত্ত অবস্থায় ছিলেন কি না, তা পরীক্ষার পরেই জানা যাবে। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।' 

    মৃত পড়ুয়াদের পরিবারের তরফে জানানো হয়েছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরে ভয়াবহ দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি পুলিশ কর্মীর। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এমনকী পুলিশ হিসেবে নিজের পরিচয় দিয়ে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। 

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে কর্ণাটকে। নিয়ন্ত্রণ হারিয়ে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক। পিষে দিল পরপর পুণ্যার্থীকে। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুমিছিল কর্ণাটকে। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।‌ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসান জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোসালে হোসাহাল্লি গ্রামে গণেশ বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি আরাকালাগুডুর দিক থেকে আসছিল। আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে। 

    ওই শোভাযাত্রায় অধিকাংশই তরুণ, তরুণীরা ছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একাধিক তরুণকে পিষে দেয়। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মৃতদের মধ্যে সকলেই তরুণ। তড়িঘড়ি করে সকলকেই হাসান জেলার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ২০ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে। 

    দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে তারা। একটি মামলাও রুজু করা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় আটজনের মৃত্যুর পর শোক প্রকাশ করেছেন রাজনীতিকরাও। 
  • Link to this news (আজকাল)