• অফিস টাইমে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল ...
    আজকাল | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সন্তোষপুর স্টেশন লাগোয়া দোকানে আগুন লাগে বলে জানা যায়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, অগ্নিকাণ্ডের জেরে একের পর এক দোকান পুড়ে খাক।

    ঘটনার জেরে ব্যাহত হল ট্রেন চলাচল। তথ্য, শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে সকাল ৭টা নাগাদ আগুন লাগে। প্রথম  আগুন দেখা যায় ১ নম্বর প্ল্যাটফর্মে । তারপর আগুন ছড়ায় দ্রুত। কিছুক্ষণেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। লেলিহান শিখা দেখা যায়  বহুদূর থেকেই।

    ঘটনার জেরে সকাল ৭টা থেকে ওই লাইনে বন্ধ ট্রেন চলাচল। আগুনে আতঙ্কে যাত্রী থেকে দোকানদাররা । জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। পরে তিনটি ইঞ্জিন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুজোর মুখে বড় সড়ক ক্ষতির সম্মুখীন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সন্তোষপুর রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মের কাছে কালো ধোঁয়া দেখতে পান রেল যাত্রীরা। কিছুক্ষণেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন দোকানগুলিতে। ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ। খবর দেওয়া হয় দমকলে।

     দমকলের তিনটি ইঞ্জিল বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পরও পুজোর আগে সর্বস্ব হারিয়ে হাহাকার প্ল্যাটফর্মে থাকা দোকানীদের । আগুনের ঘটনার জেরে বজ বজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনা প্রসঙ্গে এক ব্যবসায়ী বলেন, 'পুজোর আগে অনেক টাকার জিনিস দোকানে রেখেছিলাম। পুজোর সময় সেই জিনিস বিক্রি করে সংসারে মুখে হাসি ফোটাবো, পরিকল্পনা ছিল তেমনটাই। কিন্তু সবকিছু শেষ হয়ে গেল। আজ সকালে যখন প্রতিদিনের মতোই দোকান খুলতে আসি দেখি গোটা স্টেশন কালো ধোঁয়ায় ভরে গেছে। এরপর আমি আমার দোকানের কাছে গিয়ে দেখি, দাউ দাউ করে জ্বলছে আগুন। এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছেন। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকাল কর্মীরা। আগুনের পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে আমার দোকান-সহ বেশ কয়েকটি দোকান। পুজোর আগে সব শেষ হয়ে গেল।'

    কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা?

     দমকলের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরে ৯ই মার্চ ইদের বেশ কয়েকদিন আগে সন্তোষপুর স্টেশনে দু'নম্বর প্লাটফর্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় ১৫ থেকে ২০ টি দোকান। 

    অগ্নিকাণ্ডের ঘটনায় শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'সকাল ৭টা ১৫ নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মে একটি দোকানে আগুন দেখতে পাওয়া যায়। দোকানটি বেআইনিভাবে প্ল্যাটফর্মে বসানো হয়েছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আমরা সন্তোষপুর স্টেশনে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হই। শিয়ালদহ থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করতে থাকে। এর জেরে একজোড়া ট্রেন বাতিল করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ৯টা ২৫ থেকে ফের স্বাভাবিক পরিষেবা চালু করা হয়।'
  • Link to this news (আজকাল)