নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: বিদায়লগ্নেও তেজ বাড়ছে বর্ষার। যার জেরে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় বহু এলাকা নতুন করে জলের তলায় চলে গিয়েছে। রাজ্যগুলিতে এখন ত্রাহি ত্রাহি রব। মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধস ও হড়পা বানে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। টানা বর্ষণে বিপর্যস্ত রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকা। বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই, রাঁচি ও হায়দরাবাদের জনজীবনও। হিমাচলপ্রদেশে মান্ডি জেলার নিহারিতে ধসের জেরে অন্তত তিন জন প্রাণ হারিয়েছেন। । এর ফলে চলতি বর্ষায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জন। এখনও পর্যন্ত দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাঁচি। জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা।