• কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত চার
    দৈনিক স্টেটসম্যান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। মৃতদের মধ্যে তিনজন সম্পর্কে তুতোভাই। সোমবার মধ্যরাতে কোচবিহার জেলার কোতোয়ালি থানার চিলকিরহাট ও চান্দামারির মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জলাশয়ে পড়ে যায়। গাড়ির দরজা বন্ধ থাকায় কেউ বেরোতে পারেননি। গাড়িতে থাকা এক মহিলা কোনওক্রমে বেঁচে গিয়েছেন।

    পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন – ধনঞ্জয় বর্মন (২৮), অমিত দাস (২৫), সঞ্জয় দাস (২৫), পার্থ দাস (২৪)। মৃতদের মধ্যে ধনঞ্জয় বর্মন গাড়ির চালক ছিলেন। তাঁর বাড়ি দেওয়ানহাট এলাকায়। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘চারটি দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।’

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার একই পরিবারের চার সদস্য গাড়িতে চেপে তাঁদের দেওয়ানহাটের বাড়ি থেকে চান্দামারিতে এক পারিবারিক অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথেই চিলকিরহাট এলাকায় একটি নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িটি। চালক সহ মোট পাঁচজন ছিলেন গাড়িটিতে, যাঁদের মধ্যে একজন মহিলা।

    মৌমিতা দাস (২৮) নামে ওই মহিলা বরাতজোরে বেঁচে গিয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। গাড়ি একেবারে সরাসরি জলের মধ্যে গিয়ে পড়ে। গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সেই কারণেই আর কেউ বের হতে পারেননি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)