• ২ থেকে ৫ তারিখ শহরের ঘাটগুলিতে হবে বিসর্জন
    দৈনিক স্টেটসম্যান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • শারদোৎসবের সমাপ্তির সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে কলকাতা পুরসভা। বিসর্জনের দিন ও সময়সূচি প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন পুর কমিশনার ধবল জৈন।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জনের কাজ। প্রথম দিনে অর্থাৎ ২ অক্টোবর দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বিসর্জন। তবে রাত ১০টার পরও থেমে থাকবে না এই প্রক্রিয়া। পরের দিন ভোর ৬টা পর্যন্ত চলবে বিসর্জন।

    শহরের একাধিক গুরুত্বপূর্ণ ঘাটে হবে প্রতিমা বিসর্জন। এর মধ্যে রয়েছে বাজা কদমতলা ঘাট, নিমতলা ঘাট, দই ঘাট এবং জজেস ঘাট। প্রতিটি ঘটেই সুরক্ষা ও নজরদারির বিশেষ ব্যবস্থা থাকবে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, প্রতিটি শিফটে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবেন, যাতে কোনও সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করা যায়।

    পুরসভা জানিয়েছে, বিসর্জনের সময় প্রতি মুহূর্তে চলবে নজরদারি। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিকাঠামো, সব কিছুই নজরে রাখা হবে প্রশাসনের। তাই দুর্গাপুজো শেষে শহরজুড়ে নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করার জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে পুরসভা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)