• বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম এক, গ্রেপ্তার ৩
    দৈনিক স্টেটসম্যান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • গ্রামগঞ্জে আড়ালে চলছে নিষিদ্ধ বোমা বাঁধার কারবার। মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরতর জখম এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানা এলাকার বৈরাগআসন গ্রামে। আহত ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈরাগআসন গ্রামের বাসিন্দা আহত ওই যুবকের নাম রিয়ান শেখ। বিস্ফোরণের জেরে পায়ে আঘাত লাগে ওই যুবকের।

    বিস্ফোরণের ফলে আতঙ্কে গোটা গ্রাম। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার তাঁদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। তদন্তকারী পুলিশ আধিকারিক ধৃতদের সাতদিন পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করে। বোমা বাঁধার কর্মকাণ্ডে গ্রেপ্তার এই তিনজনের মধ্যে রয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় পরীক্ষার্থী ওই যুবককে পুলিশি পাহারার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    গোপনে এই অসামাজিক কর্মকাণ্ড চলায় পুলিশি কড়া নজরদারির আওতায় রাখা হয়েছে গোটা এলাকা। গ্রেপ্তার হওয়া ৩ যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কবে থেকে এই কর্মকাণ্ড চলছে, আর কারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, ঘটনাস্থল বাদেও আরও কোথাও এই কাজ ছড়িয়ে পড়েছে কিনা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হচ্ছে তাঁদের।

    পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে অভিযুক্ত ২ যুবক এবং আহত যুবক সকলেই বোমা বাঁধার কাজে যুক্ত। রাশিদুল সেখ এবং বাশুরি মণ্ডলকে সোমবার আদালতে তোলা হয়। তাঁদের বক্তব্য, তাঁরা এই বোমা বাঁধার কাজের সঙ্গে যুক্ত নয়। তাঁদেরকে আহত যুবক ডেকেছিলেন দুর্ঘটনার পরে। সেকারণেই তাঁরা ঘটনাস্থলে আসেন। কিন্তু তখনই পুলিশ গ্রেপ্তার করে তাঁদের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)