• ব্যবসার নির্ভীক কেন্দ্রস্থল উত্তরপ্রদেশ, স্বগর্বে ঘোষণা যোগী আদিত্যনাথের
    প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ এখন ব্যবসার নির্ভীক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সোমবার লখনউতে সিএসআইআর স্টার্টআপ কনক্লেভ ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি, তিনি বিগত কয়েকবছরে রাজ্যের সাফল্য এবং ভবিষ্যতের রোডম্যাপও তুলে ধরেন।

    গত সাড়ে আট বছরে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে যোগী বলেন, “উত্তরপ্রদেশ এখন নির্ভীক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিরাপত্তা, সুযোগ-সুবিধা এবং একটি শক্তিশালী বাস্তুতন্ত্র ? যা ব্যবসার জন্য অপরিহার্য ? এখানে তার সবকটিই রয়েছে। বিশ্বাস এবং ব্যবসা করার আদর্শ স্থান হিসাবে নিজের পরিচয় গড়ে তুলতে পেরেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ এখন ব্যবসার নির্ভীক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।” তিনি বলেন, “সরকার কেবল নীতিমালা তৈরি করছে না বরং যুবক, উদ্যোক্তা এবং বিজ্ঞানীদের চিন্তাভাবনাগুলিকে নয়া রূপ দিচ্ছে। রাজ্য সরকার স্টার্টআপগুলির পাশে সর্বতোভাবে আছে। প্রতিটি গবেষণা একটি পণ্য, প্রতিটি পণ্য একটি শিল্প এবং প্রতিটি শিল্পই ভারতের শক্তি হওয়া উচিত। এটি উন্নত ভারত এবং উন্নত উত্তরপ্রদেশের মন্ত্র।”

    সিএসআইআর স্টার্টআপ কনক্লেভ লখনউতে আয়োজনের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। যোগী বলেন, “আমরা যত বেশি বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ করব, তত বেশি প্রগতিশীল সমাজ তৈরি হবে এবং দেশ বিশ্বকে নেতৃত্ব দেবে।” তাঁর সংযোজন, “গত ১১ বছরে ভারতে স্টার্টআপের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতে ১.৯ লক্ষ স্টার্টআপ রয়েছে। আমেরিকা এবং ব্রিটেনের পরে তৃতীয় স্থানে রয়েছে আমাদের দেশ। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন যুবকরা চাকরিপ্রার্থী নয়, চাকরির সৃষ্টিকারী হবেন। উত্তরপ্রদেশ তাঁর এই দৃষ্টিভঙ্গিকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে গিয়েছে। বর্তমানে রাজ্যে ১৭ হাজারেরও বেশি স্টার্টআপ সক্রিয় রয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)