বাংলাদেশি থেকে নাইজেরিয়ান, ১৬ হাজার বিদেশিকে ভারতছাড়া করার প্রস্তুতি কেন্দ্রের
প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মাদক সংক্রান্ত অপরাধে যুক্ত ১৬ হাজার বিদেশিকে ভারতছাড়া করার প্রস্তুতি শুরু করল স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমানে এইসব বিদেশি নাগরিক দেশের একাধিক রাজ্যের জেলে বা ডিটেনশন ক্যাম্পে বন্দি রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) রিপোর্টের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। যার লক্ষ্য দেশে মাদক চক্রের নেটওয়ার্ক ভেঙে ফেলা ও ‘মাদকমুক্ত ভারত’ অভিযানকে আরও শক্তিশালী করা।
কেন্দ্রীয় আধিকারিকদের তরফে জানা গিয়েছে, এই ১৬০০০ অপরাধী মাদক পদার্থ পাচার, পরিবহণ-সহ এই সংক্রান্ত নানা অপরাধে যুক্ত। অপরাধীদের বেশিরভাগই বাংলাদেশ, ফিলিপাইন্স, মায়ানমার, মালয়েশিয়া, ঘানা ও নাইজেরিয়ার বাসিন্দা। এনসিবির রিপোর্ট অনুযায়ী, এই অপরাধীরা সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে ভারতের মাটিতে বিরাট ড্রাগ ট্রানজিট হাব বানানোর পরিকল্পনা করেছিল। সূত্রের খবর, এইসব অপরাধীদের বিস্তারিত সূচি এনসিবির তরফে স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠানো হয়েছে। দেশের নয়া অভিবাসন আইনের মাধ্যমে অপরাধীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে সরকার।
এই পদক্ষেপের জেরে একদিকে যেমন দেশের মাদকচক্রের শৃঙ্খল ভাঙবে, অন্যদিকে বার্তা দেওয়া হবে অবৈধভাবে ভারতে ঢুকে অপরাধ করতে সরকার কোনও তাঁকে ভাবেই রেয়াত করবে না। কেন্দ্রীয় সংস্থার দাবি অনুযায়ী, গত কয়েক বছরে দেশের মাটিতে মাদক পাচারের ঘটনায় বিদেশি নাগরিকদের যুক্ত থাকার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনা সবচেয়ে বেশি দেখা গিয়েছে বড় শহর ও উপকূলীয় রাজ্যগুলিতে। যার জেরেই সরকার এইসব অপরাধীদের দেশছাড়া করার উদ্যোগে জোর দিয়েছে।
উল্লেখ্য, দেশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে মোদি সরকার। সেই লক্ষ্যে মাদকবিরোধী টাস্ক ফোর্স (ANTF)-এর দ্বিতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও পুলিশকর্তাদের নির্দেশ দিয়েছে মাদক পাচারকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখতে হবে। এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।