বাংলার ‘বঞ্চনা’ অব্যাহত, পুজোর মাসে বাঙালি মন জয়ে আগাম বেতন দিচ্ছে কেন্দ্র
প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন সামাজিক প্রকল্পের কেন্দ্র থেকে প্রাপ্য বকেয়া এখনও রাজ্যের ভাঁড়ারে আসেনি। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, জল জীবন মিশন প্রকল্পে ভালো কাজ সত্ত্বেও কেন্দ্র সাহায্যের হাত বাড়ায়নি বলে লাগাতার অভিযোগ রাজ্যের শাসকদলের। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মরশুমেও সেসব অর্থ থেকে ‘বঞ্চিত’ বাংলা। কিন্তু বাঙালির ‘মন জয়ে’ ঘুরপথে চেষ্টার কসুর নেই কেন্দ্রের! পুজোর মাসে আগাম বেতন দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। চলতি মাসের ২৬ তারিখই বেতন হাতে পাবেন কর্মীরা। এই সিদ্ধান্তের জন্য সোশাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তবে ওয়াকিবহাল মহলের মত, কেন্দ্রীয় বঞ্চনার ক্ষততে প্রলেপ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
এবছর দুর্গাপূজার শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর, রবিবার থেকে। ওইদিন ষষ্ঠী অর্থাৎ দেবীর বোধন। মাস শেষ হতে হতে দশমীর বিষণ্নতার সুর বেজে উঠবে। এমন সময় হাত খালি থাকলে তো চলে না। আমবাঙালির সেই আবেগ আর সংকটের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, এ মাসের ২৬ তারিখেই অগ্রিম বেতন দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এনিয়ে সোশাল মিডিয়ায় সুকান্ত মজুমদারের পোস্ট, ‘পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬শে সেপ্টেম্বর ২০২৫, শুক্রবারেই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজার আগে এই উদ্যোগ শুধু বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্থনৈতিক স্বস্তিই নয়, বাঙালি আবেগেরও এক অনন্য সম্মান। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আবারও প্রমাণ করলো, বাঙালির সুখ-দুঃখে, আনন্দ-উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে এবং বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করে।’
শারদোৎসবের কথা মাথায় রেখে কেন্দ্রের এই সিদ্ধান্ত এবার প্রথম এবং নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু এর নেপথ্যেও কেন্দ্রের শাসকদলের কৌশল রয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব বদলের পর থেকেই গেরুয়া শিবির বাংলার জল-মাটি-হাওয়ার সঙ্গে মিশতে চাইছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে একাধিকবার দুর্গা, কালীর শরণ নিতে দেখা গিয়েছে। রাজনৈতিক সফর করতে আসা প্রধানমন্ত্রীর মঞ্চেও দেখা গিয়েছে বাঙালির ঘরে ঘরে আরাধ্য দেবদেবীর ছবি। এসব থেকেই স্পষ্ট, ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাঙালির হৃদয় জয় করতে মরিয়া বিজেপি। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্তের নেপথ্যেও সেই সমীকরণ কাজ করছে বলে মত বিশেষজ্ঞদের কারও কারও।