• মহালয়া থেকে সমস্ত সাইনবোর্ড হবে বাংলায়, বড় পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার
    প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: দেবীপক্ষের শুরুতেই মাতৃবন্দনা জলপাইগুড়ি পুরসভার। মহালয়ার দিন থেকে বদলে যাচ্ছে জলপাইগুড়ি শহরের সাইনবোর্ডের ভাষা। অফিস, দোকান, শপিংমলে সাইনবোর্ড হোক বা গ্লোসাইন বোর্ড-তা লিখতে হবে বাংলায়। মহালয়ার সকাল থেকে এই নির্দেশিকা কার্যকর হতে চলেছে জলপাইগুড়ি পুর এলাকায়।

    পুর কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, প্রতিটি প্রতিষ্ঠানের নাম সাইনবোর্ডে সবচেয়ে উপরের অংশে বড় হরফে বাংলায় লেখা থাকতে হবে। যদি দেখা যায় কোনও প্রতিষ্ঠান এই নির্দেশ মানছে না, তা হলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর হামলার ঘটনা রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আরও বেশি সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় অবস্থান অনুসরণ করে পুরসভার তরফেও বাংলা ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

    ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বক্তব্য, ইংরেজি কিংবা অন্য ভাষায় সাইবোর্ডে ব্যবহারে আপত্তি নেই। তবে অগ্রাধিকার দিতে হবে বাংলাভাষাকেই। মহালয়ার দিন পাঁচটি দোকানের সাইনবোর্ড বাংলায় লিখে কর্মসূচির সূচনা করতে চলেছে পুরসভা। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইংরেজি নববর্ষের দিন শহরের সব সাইনবোর্ড হবে বাংলায়, এটাই টার্গেট পুরসভার।

    পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক বিকাশ দাস বলেন, “পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানাই। ইতিমধ্যেই পুরসভার এই নির্দেশিকা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। সমস্ত ব্যবসায়ী একে স্বাগত জানিয়েছে। মহালয়ার দিন থেকেই আমরা নিজেদের দোকানের সাইনবোর্ড বদলে ফেলার প্রক্রিয়া শুরু করব।” ব্যবসায়ী শ্যাম সাহা বলেন, “আমাদের মাতৃভাষা বাংলা। স্বাভাবিক ভাবে শহরের চারপাশে সমস্ত ব্যানার, হোডিং বাংলায় হলে অত্যন্ত দৃষ্টিনন্দন হবে। একইসঙ্গে বাংলা ভাষার প্রতি সম্মান জ্ঞাপনও করা হবে।” জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “মাতৃভাষার প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ। মহালয়ার দিন থেকে কর্মসূচি শুরু হচ্ছে। সকলের তরফে সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)