অর্ণব আইচ: খাস কলকাতার অভিজাত আবাসনে মহিলার রহস্যমৃত্যু। আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১৯ তলা থেকে নিচে পড়েই মৃত্যু। কিন্তু আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টা জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল। বয়স ৪২ বছর। দুই মেয়ে ও স্বামীকে নিয়ে বাইপাসের ধারের বিলাসবহুল আবাসনে থাকতেন তিনি। সোমবার রাতে ওই আবাসনের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন মহিলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১৯ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে মহিলার। কিন্তু তিনি ঝাঁপ দিয়েছেন? নাকি পরিকল্পিত খুন? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের দাবি, সঞ্চিতা দেবী সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন। কারও সঙ্গে বিশেষ মিশতেন না। তবে কেন? অবসাদের কারণই কী? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।