• বাংলাদেশি-সহ ১৬,০০০ বিদেশিকে তাড়াচ্ছে মোদী সরকার..., কোন অপরাধে এই সিদ্ধান্ত?
    এই সময় | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • আমেরিকায় যেমন বিদেশি নাগরিকদের ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প, একই ভাবে অপরাধের সঙ্গে যুক্ত বিদেশিদের ভারত ছাড়া করা শুরু করল মোদী সরকার। শিগগিরই প্রায় ১৬,০০০ বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এক সরকারি সূত্র জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতজুড়ে আটক করা হয়েছে এই বিদেশিদের। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ফিলিপাইন্স, মিয়ানমার, মালয়েশিয়া, ঘানা এবং নাইজেরিয়ার নাগরিক।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো বা NCB-র জমা দেওয়া এক প্রতিবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ করা হচ্ছে। এই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে মাদক পাচার থেকে শুরু করে মাদক পরিবহন পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। বর্তমানে তারা বিভিন্ন রাজ্যের জেলে বন্দি রয়েছে।

    এই ব্যক্তিদের নামের তালিকা ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত ভারতের নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর বিধান অনুসারেই মাদক পাচারের সঙ্গে যুক্ত এই বিদেশি নাগরিকদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। চলতি বছরের এপ্রিলে এই আইন কার্যকর হয়েছিল।

  • Link to this news (এই সময়)