• চলন্ত বোট থেকে হঠাৎ নদীতে ঝাঁপ, আতঙ্কে চিৎকার সহযাত্রীদের, নদিয়ায় শোরগোল
    এই সময় | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • চলন্ত বোট থেকে হঠাৎ নদীতে ঝাঁপ মহিলার। মঙ্গলবার নদিয়ার নবদ্বীপে ভাগীরথী নদীতে ঘটে যাওয়া এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মাঝিদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই মহিলাকে। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলার নাম ভারতী পাল। ৫৪ বছর বয়সি ওই মহিলার বাড়ি নদিয়ার মাজদিয়া এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ ফেরিঘাটগামী যাত্রীবোঝাই বোটে সওয়ার ছিলেন ওই মহিলা। তিনি হঠাৎই ভাগীরথী নদীতে ঝাঁপ দেন। এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন বোটের অন্যান্য যাত্রীরা। এর পরে স্বরূপগঞ্জ ফেরিঘাটে কর্মরত কর্মীরা অন্য একটি নৌকা নিয়ে ওই মহিলাকে উদ্ধার করতে সেখানে যান এবং জলের মধ্যে তাঁকে খোঁজা হয়। এর পরে কোনও ক্রমে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয় নবদ্বীপ ফেরিঘাটে। এর পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

    নবদ্বীপ জলপথ পরিবহণ সমবায় সমিতির পক্ষ থেকে খবর পাঠানো হয় স্থানীয় নবদ্বীপ থানায়। খবর দেওয়া হয় মহিলার পরিবারকেও। কেন এ কাণ্ড বাঁধালেন তিনি? ওই মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। আর এই বিষয়টি গভীর প্রভাব ফেলে তাঁর মনেও। সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি, অনুমান তদন্তকারীদের। গোটা ঘটনাটির প্রেক্ষিতে সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছে পুলিশ।

  • Link to this news (এই সময়)