• মাস শেষের আগেই বেতন ঢুকবে অ্যাকাউন্টে, বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর
    এই সময় | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। শারদীয়া উৎসবের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৬ তারিখেই তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বেতন। পাশাপাশি বাংলার কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও ঢুকবে সেই দিনেই।

    সাধারণত, প্রতি মাসের শেষ কর্মদিবসে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পেয়ে থাকেন। শেষ দিন যদি শনি বা রবিবার হয়, সে ক্ষেত্রে তার আগের দিনে বেতন দিয়ে দেওয়া হয়। কিন্তু এ বার ভোটমুখী বঙ্গে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রক কার্যত নজিরবিহীন ভাবেই আগে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিক ভাবেই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ।

    এক রেলের কর্মীর কথায়, ‘বেতন আগে ঢুকলে পুজোর সময়ে খরচের পরিকল্পনা করতে সুবিধা হয়। এই সময় পরিবারের অনেককে উপহার দেওয়ার থাকে। সে ক্ষেত্রেও সুবিধা হতে চলেছে।’

    উল্লেখ্য, আগামী রবিবার মহালয়া। দেবীপক্ষের সূচনা হতে চলেছে। এর পরে উৎসবের আমেজে ভাসতে চলেছে গোটা বাংলা। স্বাভাবিক ভাবেই এই অগ্রিম বেতন ঢোকার খবরে স্বস্তিতে বাংলার বহু কেন্দ্রীয় সরকারি কর্মী। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

  • Link to this news (এই সময়)