বিমানে আয়েস করে বসেই সিগারেটে সুখটান! আচমকা হুড়মুড়িয়ে ভাইরাল বছর তিনেক আগের ভিডিও, কেন জানেন? ...
আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে, এক যুবতী ট্রেনের মধ্যে বসে দেদার ধূমপান করছেন। তাতে আপত্তি তোলায় মুখে মুখে তর্ক করেছেন। ওই ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যল মিডিয়া। আর তার পরেই উঠে এসেছে তিন বছরের পুরনো, ২০২২-এর ভিডিও।
কী দেখা গিয়েছিল ওই ভিডিওতে? কেনই বা ভাইরাল? ২০২২-এর আগস্ট মাসে, অনলাইনে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে কাটারিয়াকে স্পাইসজেটের একটি বিমানের পিছনের অংশে শুয়ে সিগারেট জ্বালাতে দেখা গিয়েছিল। ওই ভিডিও ক্লিপটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল এবং তৎকালীন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে তা তুলে ধরা হয়েছিল। প্রতিক্রিয়ায় তিনি সাফ জানিয়েছিলেন, 'এই ধরণের বিপজ্জনক আচরণের প্রতি কোনও সহনশীলতা থাকবে না।'
পরে কাটারিয়া দাবি করেছিলেন, 'যে ভিডিওতে আমাকে ধূমপান করতে দেখা গেছে তা একটি ডামি বিমান এবং এটি দুবাইতে আমার শুটিংয়ের একটি অংশ ছিল। বিমানের ভিতরে লাইটার নেওয়া নিষিদ্ধ।' যদিও তাতেও বিতর্ক কমেনি।
যে ঘটনার প্রেক্ষিতে এই পুরনো ঘটনা ফের চর্চায়, তা হল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলন্ত ট্রেনের এসি কামরায় ধূমপান। শুধু তাই নয়, সহযাত্রী সেই ঘটনার প্রতিবাদ করে ভিডিও করতে গেলে তাঁকেই পাল্টা শাসানি। 'আমি আপনার পয়সায় সিগারেট খাচ্ছি না। যান, পুলিশ ডাকুন'। এমনই সব মন্তব্য করে নিজের অন্যায়ের সাফাই গাইলেন এক মহিলা। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দার ঝড় উঠেছে। ঘটনার প্রেক্ষিতে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা এবং নিয়মকানুন মেনে চলার বিষয়টি আরও একবার বড়সড় প্রশ্নের মুখে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা ট্রেনের আপার বার্থে বসে নির্বিকারে সিগারেট টানছেন। কামরার অন্য এক পুরুষ যাত্রী এই দৃশ্য দেখে তখনই প্রতিবাদ করেন। এর প্রমাণস্বরূপ নিজের মোবাইলে ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। ক্যামেরার লেন্স নিজের দিকে ঘুরতেই ওই মহিলা আক্ষরিক অর্থেই তেড়ে ওঠেন। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি ভিডিও করছেন কেন? এটা অন্যায়। ওঁকে বলুন আমার ভিডিও না করতে এবং এক্ষুনি ডিলিট করতে।' কিন্তু ওই যাত্রীও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি শান্ত ও দৃঢ় গলায় জবাব দেন, 'ট্রেনের ভিতরে ধূমপান করা বেআইনি। বাইরে গিয়ে করুন।' এই কথা শুনে মহিলা আরও রেগে যান। তর্ক চরমে ওঠে। তিনি বলেন, 'আমি আপনার পয়সায় সিগারেট খাচ্ছি না। এটা আপনার একার ট্রেন নয়। যান, পুলিশ ডাকুন।' তাঁর হাবভাব এবং মন্তব্যে স্পষ্ট যে, তিনি জেনেশুনেই ট্রেনের নিয়ম ভাঙছেন এবং তার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। এই উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝে এগিয়ে আসেন কামরার আরেক যাত্রী। তিনি বেশ কিছুটা বিরক্ত হয়েই ওই মহিলাকে প্রশ্ন করেন, 'এটা এসি কামরা। আপনি কি জানেন না যে এখানে ধূমপান করা নিষেধ?' কিন্তু তাতেও মহিলার আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি।