পুজোর মুখে বাড়বে দুর্যোগ, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, চলতি সপ্তাহে কোন জেলায় আগাম সতর্কতা?...
আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগে বৃষ্টি পরিস্থিতি টানা। মুখ ভার আকাশের, চিন্তায় ব্যবসায়ী থেকে পুজোকর্তা, সাধারণ মানুষ। এর মাঝেই আরও বড় চিন্তা হাওয়া অফিসের আগাম সতর্ক বার্তায়। মঙ্গলবার দুপুরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুজোর মুখে বঙ্গে বাড়বে দুর্যোগ। সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানাল, আগামী কয়েকদিন দুই বঙ্গের কোন কোন জেলায় তুমুল ঝড়-বৃষ্টি।
হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব বিহারের উপর দিয়ে সৃষ্ট উচ্চ বায়ু ঘূর্ণিঝড় এখন পূর্ব ঝাড়খণ্ড এবং এর আশেপাশের এলাকা জুড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উপরে অবস্থান করছে। একটি খাদ পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উপরে বিস্তৃত।
হাওয়া অফিস জানাচ্ছে, এই আবহাওয়া পরিস্থিতি এবং তীব্র আর্দ্রতা অনুপ্রবেশের কারণে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসম ভবন।
হাওয়া অফিসের সতর্কতা-
১৬ সেপ্টেম্বর- উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ থাকবে মেঘলা। বীরভূম ও মুর্শিদাবাদের বিক্ষিপ্ত অংশে ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া।
১৭ সেপ্টেম্বর-
আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া, সম্ভাবনা বজ্রবিদ্যুতের।
বৃহস্পতিতে উত্তরবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গেও এদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আগামী কয়েকদিন শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত বিশ্বকর্মা পুজো থেকেই (১৭ সেপ্টেম্বরের) বর্ষা বঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে। তবে এবার তার লক্ষণ নেই বলেই মনে হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাসে।