• শিশু অধিকার সুরক্ষা আইন নিয়ে কর্মশালার আয়োজন হুগলিতে
    আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শিশু অধিকার সুরক্ষা আইন (POCSO) সম্পর্কিত সচেতনতা কর্মশালা আয়োজিত হল মঙ্গলবার হুগলিতে। আয়োজক ছিল DLSA হুগলি। বিশেষভাবে সক্ষম (মানসিক প্রতিবন্ধী, শ্রবণ ও বাক প্রতিবন্ধী) ছাত্রছাত্রীদের নিয়ে শিশু গাইডেন্স সেন্টার, শ্রীরামপুরের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন এই কর্মশালায়। এই বিশেষ উদ্যোগটি পরিচালনা করেন DLSA সেক্রেটারি মানালি সামন্ত। ছিলেন DLSA চেয়ারম্যান তথা জেলা বিচারক শ্রী অমিত চক্রবর্তী। NGO ‘‌সঙ্কল্প টুডে’‌–এর সহযোগিতায় কর্মশালাটি সফলভাবে আয়োজন করা হয়। কর্মশালাটি আয়োজিত হয় শ্রীরামপুর রাজবাড়িতে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিশুদের POCSO আইন সম্পর্কে ধারণা দেওয়া। ‘‌ভাল স্পর্শ’‌ এবং ‘‌খারাপ স্পর্শ’‌ চিনতে শেখানো এবং বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত স্পর্শ থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে অবহিত করা। কর্মশালায় বক্তৃতা রাখেন শিক্ষাবিদ, ভাষ্যকার এবং স্কুলের শিক্ষকগণ। শিক্ষার্থীদের গোটা বিষয়টি বুঝতে সহায়তা করেন তাঁরা। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন হুগলির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শ্রীরামপুরের অতিরিক্ত মুখ্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট, জেলা সমাজকল্যাণ আধিকারিক, জেলা গণশিক্ষা আধিকারিক, ডিএলএসএ–র সেক্রেটারি মানালি সামন্ত। তিনি বলেন, ‘‌প্রতিটি শিশুই বিশেষ এবং প্রতিভাবান। তাদের শিক্ষক ও অভিভাবকরা যেন সুপরিকল্পিতভাবে পথ প্রদর্শন করেন। যাতে তারা নিজস্ব প্রতিভার আলোকে বিকশিত হতে পারে।’‌ 

     
  • Link to this news (আজকাল)