• তিলপাড়া ব্যারাজের উপরে থাকা সেতু দিয়ে বাস চলাচলের অনুমতি দিল প্রশাসন
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পূর্ণ সময়ের জন্য তিলপাড়া ব্যারাজের উপর থাকা সেতু দিয়ে বাস চলাচলের অনুমতি দিল বীরভূম জেলা প্রশাসন। সেইসঙ্গে পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হল। আজ, মঙ্গলবার এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে স্পষ্ট করা হয়েছে, সেতুর উপর দিয়ে চলাচলের ক্ষেত্রে বাস ও পণ্যবাহী গাড়ির গতি প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার হবে। প্রসঙ্গত, সংস্কারের কাজ শেষ হওয়ার আগেই বর্ষার মরশুমের শুরুতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল তিলপাড়া ব্যারাজ। যুদ্ধকালীন তৎপরতায় ব্যারাজ সংস্কারের কাজে হাত দেয় সেচদপ্তর।অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে ব্যারাজের উপর থাকা সেতু দিয়ে যান চলাচলে রাশ টানে জেলা প্রশাসন। শুধুমাত্র বাইক ও অ্যাম্বুলেন্সে ছাড়া সমস্ত গাড়ি ঘুরপথে চালানোর নির্দেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে খানিকটা শিথিল করা হয় যান পরিষেবা। সাধারণ মানুষের স্বার্থে জেলা প্রশাসন ই-রিকশা চলাচলের অনুমতি দিয়েছিল। পরবর্তীতে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বাস চলাচলের অনুমতি দিয়েছিল প্রশাসন। 
  • Link to this news (বর্তমান)