পুজোর আগে নতুন উপহার, শিয়ালদহ ডিভিশনে আরও একটি লোকাল ট্রেন
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের প্রাক্কলে নয়া ট্রেন উপহার রেলের। শিয়ালদহ ডিভিশন নতুন একটি লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে। আগামী ২২ সেপ্টেম্বর সোমবার থেকে নতুন এই পরিষেবা শুরু হবে। যেটি চলবে ৩১৩৪৩ আপ বিধাননগর রোড থেকে কল্যাণী পর্যন্ত। ট্রেনটি বিধাননগর রোড থেকে সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে ছাড়বে এবং রাত ৮টা ৩৬ মিনিটে কল্যাণী পৌঁছবে। যাত্রাপথের সকল স্টেশনে ট্রেনটির স্টপেজ থাকবে।ফিরতি রুটে ৩১৩৪০ ডাউন কল্যাণী-শিয়ালদহ লোকাল ট্রেনটি কল্যাণী থেকে রাত ৮টা ৫৫ মিনিটে ছাড়বে এবং রাত ১০টা ১৯ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। এই পরিষেবা প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।