• মাস শেষের আগেই বেতন পাবেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা
    দৈনিক স্টেটসম্যান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • শারদীয়া উৎসবের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন আগেভাগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নির্ধারিত সময়ের পরিবর্তে চলতি মাসের ২৬ তারিখেই তাঁদের হাতে পৌঁছে যাবে বেতন। সাধারণত, প্রতি মাসের শেষ কর্মদিবসে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন দেওয়ার রীতি রয়েছে। মাসের শেষ দিন যদি শনি বা রবিবার পড়ে, তবে তার আগের কর্মদিবসে বেতন দেওয়া হয়।

    এবার দুর্গাপুজোর ছুটির দীর্ঘ তালিকা এবং উৎসবকালীন কেনাকাটার কথা ভেবে ২৬ সেপ্টেম্বর বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে খুশির হাওয়া কর্মী মহলে। মনে করা হচ্ছে, উৎসবের প্রস্তুতিতে যেমন সুবিধা হবে, তেমনই চাঙ্গা হবে বাজারও। অর্থনীতিবিদদের একাংশের মতে, এই পদক্ষেপ রাজ্যের খুচরো বাজারে উপভোক্তা ব্যয় বাড়িয়ে দেবে, যা সামগ্রিক অর্থনীতির পক্ষে ইতিবাচক।

    প্রাক্তন এক রেল আধিকারিক বলেন, ‘মাসের শেষ দিন ছুটি পড়লে আগেই বেতন দেওয়ার নিয়ম আগে থেকেই ছিল। দুর্গাপুজোর মতো বৃহৎ উৎসবের আগে এই ব্যবস্থা নেওয়া খুবই স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। এতে কর্মীদের আর্থিক পরিকল্পনা আরও সহজ হয়।’ এছাড়াও, যাঁরা এই সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন, তাঁদের যাবতীয় বকেয়া এবং চূড়ান্ত পাওনাও ২৬ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। ওই দিনই তাঁদের কর্মজীবনের শেষ কর্মদিবস হিসেবে গণ্য করা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)