মাদক পাচারে ধৃত ১৬ হাজার বিদেশিকে ফেরত পাঠাবে কেন্দ্র
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: আন্তর্জাতিক মাদকপাচারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারতে মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অন্তত ১৬ হাজার বিদেশি নাগরিক। তাঁদের এবার ‘ভারত ছাড়া’ করছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁদের মধ্যে বাংলাদেশ, ফিলিপিন্স, মায়ানমার, নাইজেরিয়া, মালয়েশিয়া ও ঘানার নাগরিক রয়েছেন। বর্তমানে তাঁরা বিভিন্ন রাজ্যের জেলে অথবা ডিটেনশন ক্যাম্পে বন্দি আছেন। সূত্রের খবর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তরফে মাদক পাচারের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন অভিবাসন আইন অনুযায়ী তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মন্ত্রক। এনসিবি সূত্রে খবর, ভারতে মাদক পাচার ও আদান-প্রদান সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন ধৃত বিদেশিরা।