• কুনোয় লড়াইয়ে মৃত্যু স্ত্রী চিতার
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ভোপাল:  কুনো ন্যাশনাল পার্কে চিতাবাঘের (লেপার্ড) আক্রমণে মৃত্যু চিতার। ২০২২ সালে নামিবিয়া থেকে চিতা এনে কুনো ন্যাশনাল পার্কে ‘প্রজেক্ট চিতা’র উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর এটাই প্রথমবার চিতাবাঘ ও চিতার লড়াইয়ে মৃত্যুর ঘটনা। বনদপ্তর সূত্রে খবর, মৃত স্ত্রী চিতাটির বয়স কুড়ি মাস। সে নামিবিয়া থেকে আনা জ্বলা নামের চিতার সন্তান। দপ্তরের এক আধিকারিক বলেছেন, ‘এক মাস আগেই মায়ের থেকে তাকে আলাদা করা হয়েছিল। সম্ভবত এলাকা দখলের লড়াইয়েই তাঁর মৃত্যু হয়েছে।’ মৃতদেহটির ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)