উদ্ধার ২ কোটি টাকা নগদ-গয়না, জালে অসমের মহিলা সিভিল সার্ভিস অফিসার
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
গুয়াহাটি: মাত্র ছ’বছর আগে চাকরিতে যোগ দিয়েছেন। আর এই স্বল্প সময়েই কোটি কোটি টাকার হিসেব বহির্ভূত সম্পত্তির পাহাড় গড়েছেন অসম সিভিল সার্ভিসের (এসিএস) আধিকারিক নূপুর বোরা। সোমবার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গ্রেপ্তার করা হল নূপুরকে। তাঁর বাড়ি ও ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল নোট ও রাশি রাশি গয়না। সবমিলিয়ে প্রায় দু’কোটি টাকার সম্পত্তি।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ওই আমলার উপর গত ছ’মাস ধরে নজর রাখা হয়েছিল। শেষপর্যন্ত সোমবার তদন্তের জালে ধরা পড়লেন ৩৬ বছরের নূপুর। মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলের আধিকারিকরা প্রথমে নূপুরের গুয়াহাটির বাড়িতে তল্লাশি চালান। সেখানে ৯২ লক্ষ টাকা এবং ১ কোটি টাকা মূল্যের গয়না উদ্ধার হয়। এছাড়া বারপেটায় তাঁর ভাড়া বাড়ি থেকে বাজেয়াপ্ত হয় আরও ১০ লক্ষ টাকা।
কীভাবে নুপুরের কীর্তি সামনে এল? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বারপেটা সার্কেলে নূপুরের পোস্টিংয়ের সময় হিন্দুদের জমি সন্দেহজনক ব্যক্তিদের হাতে চলে যাচ্ছিল। এরপর থেকেই তাঁর উপর ব্যাপক নজরদারি শুরু হয়। আর এরপরেই সব সত্যি সামনে চলে আসে। আমরা ওই আমলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’ রেভেনিউ সার্কেল অফিসাররাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু অধ্যুষিত রেভেনিউ সার্কেলেই ব্যাপক দুর্নীতি দেখা যায়।’ অসমের গোলাঘাটের বাসিন্দা নূপুর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কটন কলেজ থেকে ইংরেজির স্নাতক। তাঁর ফেসবুক প্রোফাইল অনুযায়ী, সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ লেকচারার হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে তিনি এসিএসে যোগ দেন। ২০২৩ সাল পর্যন্ত তাঁর কর্মক্ষেত্র ছিল কার্বি আংলং। সেখানে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন। এরপর বারপেটা থেকে বদলি হয়ে তিনি কামরূপে আসেন।