• যোগীরাজ্যে গোরু পাচারকারীদের হাতে খুন নিট পরীক্ষার্থী, স্থানীয়দের বিক্ষোভ
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • লখনউ: যোগীরাজ্য উত্তরপ্রদেশে গোরু পাচারকারীদের হাতে খুন যুবক। মৃতের নাম দীপক গুপ্তা। স্থানীয়দের অভিযোগ, ওই নিট পরীক্ষার্থীকে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে গাড়ির চাকায় তাঁর মাথা থেঁতলে দেয় দুষ্কৃতীরা। সোমবার গোরখপুরের জঙ্গলধুসড় গ্রামের এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার পর পরই এক পাচারকারীকে ধরে ফেলে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী মঙ্গলবার সকালেও গোরখপুর-পিপরাইচের রাস্তা অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ চলে।

    পুলিশ জানিয়েছে, জখম পাচারকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তে পুলিস জানতে পেরেছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি। পাচারকারীরা প্রথমে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুটা দূরে নিয়ে গিয়ে লাথি মেরে তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। গাড়ির চাকায় মাথা থেঁতলে মৃত্যু হয়েছে দীপকের। এই ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    এদিন বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে দীপকের মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনটি গাড়িতে ১০-১২ জন গোরু পাচারকারী গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তাদের দেখে ঘটনাস্থলে হাজির হন দীপক সহ বেশ কয়েকজন গ্রামবাসী। প্রথমে কথা কাটাকাটি, পরে দু‘পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এমন সময় দীপককে জোর করে গাড়িতে তুলে নেয় পাচারকারীরা। এরপর তাঁকে খুন করে ফেলে দিয়ে যায়। এসএসপি রাজ করণ নায়ার জানিয়েছেন, আলাদা আলাদা পাঁচটি দল গঠন করে অপরাধীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)