নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর কেরলের পাশাপাশি পশ্চিমবঙ্গেও গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট রয়েছে। তবে এককালের বাম দুর্গ হিসেবে পরিচিত হলেও এই মুহূর্তে বাংলায় বিশেষ কোনও আশা দেখছে না সিপিএম। মঙ্গলবার সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির এ কে গোপালন ভবনে সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন, ‘দলীয় মূল্যায়ন ছাড়া জবাব দেওয়া সম্ভব নয়। বাংলায় দলের জনভিত্তি খতিয়ে দেখতে হবে। তবে বিভিন্ন ইস্যুতে বাংলায় কৃষক, ছাত্র, শ্রমিক-কর্মচারীরা সরকার বিরোধিতায় এককাট্টা হচ্ছেন।’ কেরল প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। বরং রাজ্য সরকারের যাবতীয় কাজ নিয়ে আরও বেশি সচেতন থাকা উচিত। কেরল সরকার তার যাবতীয় কাজকর্মের উপর আরও বেশি করে নজর রাখুক।’