• ধর্মান্তরণ বিরোধী আইনে মামলায় ৫ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: বিভিন্ন রাজ্যে ধর্মান্তরণ বিরোধী আইন নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। এবার এই মামলায় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকারের কাছে জবাব চাইল শীর্ষ আদালত। 

     মামলাকারীদের দাবি, এধরনের  আইন সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোর বক্তব্য জানতে চেয়েছে আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং জাস্টিস কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে বক্তব্য জানাতে হবে।  আগামী শুনানির দিন ঠিক হয়েছে ছয় সপ্তাহ পর। আবেদনকারীদের মধ্যে রয়েছে সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস নামে একটি সংস্থা। তাদের পক্ষে আইনজীবী চন্দ্র উদয় সিং যুক্তি দেখান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড ও কর্ণাটকের মতো রাজ্যের এই আইন আসলে সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। তাঁর দাবি, এসব আইনে ‘ভিনধর্মে বিয়ে’কে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। আইন সংশোধনের পর তা এতটাই কঠোর করা হয়েছে যে অভিযুক্তদের জামিন পাওয়ার সুযোগ কার্যত বন্ধ। এইসব আইনে ব্যক্তি স্বাধীনতার অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে বলেই দাবি মামলাকারীদের। 
  • Link to this news (বর্তমান)