• ‘জোট ছাড়তেও দ্বিধা করব না’, বিহারে চিরাগ-বার্তায় তুমুল অস্বস্তিতে এনডিএ
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা: বিহারে শাসক জোট এনডিএ-র মধ্যে অন্তর্কলহ নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে প্রায়ই বিরূপ মন্তব্য করেন এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ান। কয়েকদিন আগেই চিরাগের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। এই পরিস্থিতিতে নিজের শক্তির কথা মনে করিয়ে দিলেন চিরাগ। দাবি করলেন, বিহার রাজনীতিতে তাঁর ভূমিকা ‘তরকারিতে নুনের মতো।’ নিজের মন্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। চিরাগের কথায়, ‘আমি প্রত্যেক বিধানসভা কেন্দ্রের ২০ থেকে ২৫ হাজার ভোট প্রভাবিত করার ক্ষমতা রাখি।’ তাঁর বক্তব্যকে হাল্কাভাবে নিলে এনডিএ নেতৃত্ব ভুল করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন চিরাগ। তাঁর কথায়, ‘অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হলে জোট ছেড়ে বেরিয়ে যাব।’ তাঁর এই মন্তব্য এনডিএর অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। 

    ২০২০ সালে অবিভক্ত এলজেপি ১৩৫টি আসনে লড়াই করে মাত্র একটি আসন পেয়েছিল। যদিও তিনি ভোট কেটে নীতীশের দলের যাত্রাভঙ্গ করেছিলেন বলেই দাবি রাজনৈতিক মহলের। ২০২৪ লোকসভা ভোটের পাঁচটি আসনে লড়ে পাঁচটিতেই জয়ী হয়। সেই সাফল্যের জেরে এবার বিধানসভা ভোটে চিরাগ ৫০টি আসন চাইছেন বলে খবর। তবে নির্দিষ্ট কোনও সংখ্যার কথা বলেননি তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে চিরাগ বলেন, ‘ইয়ে দিল মাঙ্গে মোর। আমি ভদ্রস্থ সংখ্যক আসন চাই। তবে এলিতেলি কোনও আসন দিলে হবে না।’ 

    নীতীশ কুমারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিহারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে তাঁর উচ্চাকাঙ্খার কথাও গোপন করেননি চিরাগ। তাঁর কথায়, ‘সমর্থকরা আমাকে মুখ্যমন্ত্রী দেখতে চান। এটা স্বাভাবিক। এরমধ্যে আমি কোনও ভুল দেখি না।’ চিরাগের দাবি, ‘বিহারের এনডিএ সরকারের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি কেন্দ্রের এনডিএর অংশ।’ 

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারে চিরাগকে হারালে দলিত ভোটের একটা অংশের মুখ ফেরানোর আশঙ্কা রয়েছে। আবার বেশি গুরুত্ব দিলে নীতীশের জেডিইউ রুষ্ট হবে। তাই চিরাগের মন্তব্যের প্রেক্ষিতে কোনও পাল্টা মতামত দেওয়া থেকে বিরত থাকে বিজেপি। - ফাইল চিত্র  
  • Link to this news (বর্তমান)