• মোদির জন্মদিন থেকে গান্ধীজয়ন্তী, পক্ষকাল স্বচ্ছতা পালনের উদ্যোগ
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্যে নগরোন্নয়ন মন্ত্রক ‘স্বচ্ছোৎসব’ পালন করছে। দুর্গা পুজো হোক বা কোনও উৎসব। এই মরশুমের সেলিব্রেশনকে প্লাস্টিক মুক্ত করতে চায় কেন্দ্র। পর্যটনকেন্দ্রগুলিতে রঙ্গোলি, দূষণমুক্ত বিসর্জনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সিংহভাগ মন্ত্রকই জোর দিচ্ছে স্বচ্ছতা কর্মসূচিতে। মন্ত্রকের অব্যবহৃত ফাইল, ভাঙা আসবাব বিক্রি করে সরকারি উপার্জন বাড়ানো হচ্ছে। সার্বিকভাবে গত পাঁচ বছরে 

    সরকারি অব্যবহৃত ভাঙাচোরা সামগ্রী বিক্রি করে ৩ হাজার ২৯৬ কোটি ৭১ লক্ষ টাকা সরকার উপার্জন করেছে। এর মধ্যে কয়লা মন্ত্রক গত পাঁচ বছরে অব্যবহৃত ৫৯ হাজার ৪৫৩ টন সামগ্রী আর ১৭ হাজার ৩৮০ টি ফাইল বিক্রি করে ৩২১ কোটি টাকা উপার্জন করেছে। রেলওয়ে ৭৫ হাজার ৫৫৮ টন ভাঙাচোরা সরকারি সামগ্রী বিক্রি করে গত এক বছরে ৪৫২ কোটি টাকা উপার্জন করেছে। আইনমন্ত্রক গত ১০ মাসে ৫ লক্ষ টাকা সরকারি অর্থ ভাণ্ডারে যুক্ত করেছে। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর মহাত্মা গান্ধীর জন্মদিনে (২ অক্টোবর) স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন মোদি। এবার সেটিকেই কৌশলে নিজের জন্মদিন থেকে গান্ধী জয়ন্তী পর্যন্ত এক পক্ষকাল হিসেবে পালন করা হচ্ছে। 

    আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা দেবেন ছিয়াত্তরে। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজেপি নিজের মতো করে তো সেলিব্রেট করবেই। তারই সঙ্গে সরকার মোদির জন্মদিনে শুরু করছে নানা কর্মসূচি। সরাসরি মোদির জন্মদিনের সেলিব্রেশন বলে ঘোষণা করা হচ্ছে না ঠিকই। তবে আদতে লক্ষ্য সেটাই। দিল্লিতে চাণক্যপুরী এলাকার অভিজাত নেহরু পার্কের নাম বদলানোরও চেষ্টা চলছে বলেই খবর। নাম হতে পারে ‘নমো পার্ক।’ গোটা দেশেও ৭৬টি নমো পার্ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে ‘নমো’ মানে যে নরেন্দ্র মোদি, বলাই বাহুল্য। 
  • Link to this news (বর্তমান)