৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ, ‘আত্মনির্ভর ভারতের স্থপতি’
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: আজ, বুধবার শুধু বিশ্বকর্মা পুজো নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনও। তার প্রাক্কালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, নরেন্দ্র মোদি হলেন ‘শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের স্থপতি’। মঙ্গলবার এক বার্তায় তিনি লিখেছেন, দেশের উন্নতি এবং জনগণের কল্যাণই প্রধানমন্ত্রীর মূলমন্ত্র। তাঁর নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জোর দেওয়ার লক্ষ্যই হল, সমাজের কোনও অংশ এবং ব্যক্তি যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়।’ ‘জন ধন যোজনা’, ‘উজ্জ্বলা যোজনা’, ‘আয়ুষ্মান ভারত’, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র মতো প্রকল্পের অকুণ্ঠ প্রশংসা করেছেন শাহ। একইসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে অভিজ্ঞতা কীভাবে মোদির শাসননীতি এবং কাজকর্মে প্রতিফলিত হয়েছে, সেকথাও তুলে ধরেছেন শাহ।
নোটবাতিল, জিএসটি, ৩৭০ অনুচ্ছেদের বিলোপ, তিন তালাক বাতিল থেকে কোভিডকাল— বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রীর লৌহকঠিন মানসিকতার উদাহরণ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, ২০১৪ সালের পর থেকে এমন অনেক ঘটনা ঘটেছে, যখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়েছিল। এই সমস্ত পরিস্থিতিতে মোদিজি পূর্ণ দৃঢ়তা এবং দক্ষতার সঙ্গে জাতীয় স্বার্থ অনুসারে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এই সব কাজে অনেক বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। কিন্তু মোদিজি কখনও বিচলিত হননি। অমিত শাহ লিখেছেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত বারবার প্রমাণ দিয়েছে যে ,জাতীয় নিরাপত্তা এবং আত্মসম্মানের সঙ্গে কোনও আপস সম্ভব নয়। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার ঘটনার পর বালাকোট বিমান হামলা এবং সম্প্রতি পহেলগাঁও হামলার পাল্টা ‘অপারেশন সিন্দুর’ তা প্রমাণ করেছে।
নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত যে এখন বিশ্বনেতার ভূমিকা গ্রহণের দিকে এগিয়ে চলেছে, সেই প্রসঙ্গও উঠে এসেছে শাহের বার্তায়। তাঁর কথায়, ‘আমরা যে বিশ্বের কারও চেয়ে কম নই, এই বিশ্বাস গত ১১ বছরে প্রত্যেক ভারতীয়র মনে জাগিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীজির এই ব্যক্তিত্বই আজ ভারতের সবচেয়ে বড় শক্তি।’