নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের প্রথম সারির চিত্রতারকা, ক্রিকেটার, সঙ্গীতশিল্পী, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার কেউ বাদ নেই। অনলাইন গেমিং, বিশেষত বেটিং অ্যাপের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু সেলিব্রিটির সংযোগ পাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার ইডি প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, রবীন উথাপ্পা কিংবা চিত্রতারকা সোনু সুদকে জেরা করার জন্য নোটিশ পাঠিয়েছে। এই তালিকা দীর্ঘ হতে চলেছে। জানা যাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট এসেছে, বহু সেলিব্রিটিই একাধিক বেটিং অ্যাপের সঙ্গে সংযোগ রেখেছে। বিগত কয়েক বছরে অনলাইন বেটিং ও গেমিং এর যে বিপুল রমরমা তৈরি হয়েছে, সেটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, সেটি আদতে একটি আন্তর্জাতিক সিন্ডিকেট চক্রে পরিণত হয়েছে। সরকারের অনুমান, এটি অন্তত ১০ হাজার কোটি ডলারের ইন্ডাস্ট্রি। আর বিশ্বজুড়ে ছড়ানো। এইসব সেলেব্রিটিরা নিছক এইসব অনলাইন গেমের বিজ্ঞাপন করেছে, প্রমোশনে অংশ নিয়েছেন কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন এমন নয়। বহু সেলিব্রিটি পরোক্ষে আর্থিক লগ্নির সঙ্গে যুক্ত। অর্থাৎ অংশিদারিত্বও থাকা অসম্ভব নয়। ক্রিকেটারদের যুক্ত থাকার তালিকায় ইতিমধ্যেই জেরা করা হয়েছে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নাকে। সোমবার প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। পরের দিনই জিজ্ঞাসাবাদ করা হয় আর এক টলি অভিনেতা অঙ্কুশ হাজরাকে।