• ডেটিং অ্যাপে আলাপ, কিশোরকে যৌন হেনস্তায় ধৃত ৯
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • তিরুবনন্তপুরম: ১৬ বছরের কিশোরকে যৌন হেনস্তার অভিযোগ। একজন রাজনীতিবিদ, দু’জন সরকারি কর্মী ও এক ফুটবল কোচ সহ ন’জনকে গ্রেফতার করল কেরল পুলিশ। প্রান্তিক যৌনতার মানুষদের জন্য তৈরি একটি ডেটিং অ্যাপে ওই কিশোরের সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয়েছিল বলে খবর। জানা গিয়েছে, দশম শ্রেণির ছাত্র ওই কিশোর দু’বছর আগে ওই অ্যাপটি ফোনে ইনস্টল করেছিল। কোঝিকোড়, কান্নুর, কাসারগড় সহ কেরলের একাধিক জেলায় তার বাড়ি রয়েছে। আলাপ করার জন্য একাধিক ব্যক্তিকে ঘরে ডাকত কিশোর। কিন্তু সুযোগ বুঝে তার উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্তরা। প্রায় দু’বছর ধরে এমন ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৬ জন কিশোরকে যৌন হেনস্তা করেছে। সম্প্রতি তার মা আচমকা ঘরে এসে দেখেন, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালিয়ে যাচ্ছে। ছেলেকে জিজ্ঞাসা করতেই আসল ঘটনা খুলে বলে সে। মায়ের অভিযোগ ও নির্যাতিত কিশোরের বয়ানের ভিত্তিতে ১৪টি জায়গায় মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে কাসারগড় জেলায় ন’ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোঝিকোড় ও কান্নুর থানায় বাকি মামলাগুলির তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)