নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশাখাপত্তনম-গান্ধীধাম সুপারফাস্ট এক্সপ্রেসের কামরায় ধূমপান। জনৈক মহিলা যাত্রীর এহেন ভিডিও ভাইরাল হতেই কড়া হচ্ছে রেলমন্ত্রক। ভাইরাল ভিডিও দেখে কেন গোটা ঘটনার বিষয়ে জানতে হচ্ছে? মহিলা যাত্রী যখন চলন্ত ট্রেনের এসি কামরায় বসেই ধূমপান করছিলেন, তখন অন-বোর্ড রেল কর্মীরা কোথায় ছিলেন? তাঁরা বাধা দেননি কেন? ধূমপান বিতর্ক বৃদ্ধি পেতেই রেলওয়ে জোনের কাছে জানতে চায় রেল বোর্ড। এই ইস্যুতে এবার থেকে ট্রেনে নজরদারিও আরও বৃদ্ধি করা হচ্ছে।
ভিডিওতে দেখা গিয়েছে, সহযাত্রী যুবক এই ব্যাপারে মহিলাকে প্রশ্ন করতেই সে আক্রমণাত্মক হয়ে উঠছে। একেবারে তুই-তোকারিতে নেমে এসে ওই সহযাত্রী যুবকের উদ্দেশে মহিলা যাত্রী বলতে থাকে, ‘এটা কি তোর ট্রেন?’ ‘তুই বরং পুলিস ডাক’। ‘আমি আমার নিজের পয়সায় ধূমপান করছি। তোর কী?’ শুধু তাই নয়। রীতিমতো তর্জনি উঁচিয়ে ওই যুবককে ধমকাতেও দেখা যায় মহিলা যাত্রীকে। এমনকী মোবাইলের ভিডিও বন্ধ করার হুঁশিয়ারিও দিতে থাকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী। যদিও ওই যুবক মোবাইল ক্যামেরা বন্ধ করেননি। পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করেন। এরপর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক শুরু হয়। সাধারণ রেল যাত্রীদের একটি বড় অংশ প্রশ্ন করতে থাকেন, ট্রেনে কি কোনওরকম নজরদারির ব্যবস্থা নেই? রেলের যাবতীয় নিয়মনীতি কি পুরোটাই খাতায় কলমে রয়ে গিয়েছে? এরপরেই অবশ্য আসরে নামে রেলমন্ত্রক। অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য রেল আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই মহিলা যাত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।