কোচবিহার জেলা তৃণমূলের বর্ধিত সভায় গরহাজির রবি-পার্থ, জল্পনা, জানতেনই না, চাঞ্চল্যকর দাবি পুর চেয়ারম্যানের
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন কর্মসূচির সময়সীমা বেঁধে দিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। এদিনের সভা থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বুথ সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই ভাবে জানুয়ারি মাসের মধ্যে জেলার ২২টি ব্লকের সম্মেলন ও ফেব্রুয়ারিতে দলের জেলা সম্মেলনের কথা বলা হয়েছে। পাশাপাশি পুজোর আগেই যুব, মহিলা ও আইএনটিটিইউসি’র ক্ষেত্রে যেখানে যেখানে অঞ্চল সভাপতি পরিবর্তন করা দরকার সেই সব জায়গায় পরিবর্তন করা হবে। মঙ্গলবার কোচবিহারের রবীন্দ্রভবন সভাকক্ষে জেলা তৃণমূল কংগ্রেসের ১৪ তম বর্ধিত সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু এদিনের এই বর্ধিত সভায় দেখা মেলেনি রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়ের। স্বাভাবিকভাবেই এনিয়ে কোচবিহার তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার বেআব্রু হয়ে পড়ল।
এমনকি রবিবাবু দাবি করেছেন, তিনি এই সভার কথা জানতেনই না। আর পার্থবাবুর দাবি, তিনি এদিনই কলকাতা থেকে ফিরেছেন। যদিও জেলা নেতৃত্ব এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল যে এখন থেকেই ঘুঁটি সাজিয়ে মাঠে নামতে চলেছে তা এক প্রকার স্পষ্ট। দলের নীচুতলার রাশ ধরে রেখে ধাপে ধাপে জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচনী অঙ্গনে ঢুকে পড়াই দলের প্রধান লক্ষ্য। আর এবার যে তৃণমূল কোচবিহারের ন’টি আসনকেই টার্গেট করে এগবে তাও এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে।
জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বুথ সম্মেলন, ব্লক সম্মেলন ও জেলা সম্মেলন করা হবে। নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে জেলা সম্মেলন হবে।
দলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সভার কথা আমার জানা নেই। এবিষয়ে আমাকে কেউ কিছু জানাননি। প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, আমি এদিনই কলকাতা থেকে ফিরেছি।
উদয়ন গুহ ২০২৬-এর বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, বল ধরেই পেনাল্টি বক্সে ঢুকে যাব। হয় গোল হবে, নয়তো পেনাল্টি হবে। ৯-০ করার জন্য যা যা করার দরকার, করা হবে। নিজস্ব চিত্র।