• ২৪ ফুটের প্রতিমায় নজর কাড়বে শান্তি ভারতী পরিষদ
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: ভৈরব অর্থাৎ শিবলোক এবং ২৪ ফুটের সাবেকি  দুর্গা প্রতিমাতে এবার নজর কাড়তে চলেছে মালদহের শান্তি ভারতী পরিষদ। বারাণসী, কাশী সহ মহাদেবের বিভিন্ন ধাম সংমিশ্রণ করে পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। ভিতরে থাকছে অভিনব আলোকসজ্জা। উদ্যোক্তাদের দাবি, থিমের মণ্ডপ দিনে দেখলে একরকম আর রাতে দেখলে অন্যরকম লাগবে। থিম তৈরি করছেন জেলার শিল্পী কৌশিক পোদ্দার। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবীর প্রতিমা তৈরি হচ্ছে।

    ৮ মাস ধরে প্রতিমা গড়ছেন ইংলিশবাজার শহরের মৃৎশিল্পী সজল পণ্ডিত। মণ্ডপ এবং দেবী দুর্গা এক সঙ্গে দেখলে দর্শনার্থীদের আরও বেশি করে মন ছুঁয়ে যাবে। জানিয়েছেন ক্লাবকর্তারা। শান্তি ভারতী পরিষদের পুজো কমিটির সম্পাদক রাজা সাহা বলেন, আমাদের থিম ভৈরব লোক। দেবী দুর্গার প্রতিমার কাজ জেলার শিল্পীদের দিয়ে করা হচ্ছে। তাঁদের কাজে ক্লাব সদস্যরা পাশে থেকে সহযোগিতা করেছেন। এই থিম এবারও দর্শনার্থীদের নজর কাড়বে। 

    জেলা সদরের অন্যতম ক্লাব শান্তি ভারতী পরিষদ। প্রতিবছর এই ক্লাব নতুন নতুন থিম এনে নজর কাড়ে। আলোকসজ্জাও বেশ আকর্ষণীয়।  পুজোর দিনগুলিতে প্রচুর দর্শনার্থীর আগমন হয়।

    এই ক্লাবের পুজো এবার ৬৩ তম বর্ষে। রথযাত্রার দিন খুঁটিপুজো সেরে মণ্ডপের কাজ শুরু হয়। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের আলোকসজ্জা বেশ চমকদার হবে। ১০টি গেট থাকছে। পুজোর কমিটির সভাপতি গোপাল শিকদার, ক্লাব সম্পাদক দীপক দে। পুজোর পাশাপাশি ক্লাবকর্তারা নানা সামাজিক কাজেও অংশগ্রহণ করেন। পুজোর দিনগুলিতে ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের দুঃস্থদের পাশে দাঁড়ায় ক্লাব কর্তৃপক্ষ। এবারও একাধিক পরিকল্পনা রয়েছে পুজো উদ্যোক্তাদের।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)