• আলোয় ঝলমলে শহর, বিশ্বকর্মা পুজো দিয়েই শারদোৎসবের আমেজে শিলিগুড়ি
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভিলেন বৃষ্টি। তবু বিশ্বকর্মার আরাধনা থেকে পিছু হটেনি ‘বাণিজ্য নগরী’ শিলিগুড়ি। মঙ্গলবার দুপুরে বৃষ্টি মাথায় নিয়েই পুজোর কেনাকাটা, মণ্ডপ তৈরির কাজ চলেছে। সন্ধ্যা নামতেই আলোয় ঝলমল করে উঠেছে গোটা শহর। কুমোরটুলি থেকে বাজনা বাজিয়ে মণ্ডপে মণ্ডপে নিয়ে যাওয়া হয় বিশ্বকর্মার মূর্তি। এদিন পুজোর কেনাকাটা সেরে মণ্ডপগুলিতে উঁকিঝুঁকি মারেন অনেকে। সকলেরই বক্তব্য, আবহাওয়া প্রতিকূল হলেও বিশ্বকর্মা পুজোকে ঘিরেই দুর্গাপুজোর আমেজ তৈরি হয়েছে। তাই কেনাকাটার পাশাপাশি সকলে এদিকে-ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, আড্ডা দিচ্ছেন।

    মঙ্গলবার সকালের দিকে শিলিগুড়ির আকাশ ছিল মেঘমুক্ত। আচমকাই বেলা ১২টা নাগাদ আকাশে মেঘ জমে। বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টি হয়। এতে ফুটপাতে বিশ্বকর্মার মূর্তি নিয়ে বসা মৃৎশিল্পীরা বেকায়দায় পড়েন। শিল্পীরা ত্রিপল দিয়ে মূর্তি ঢেকে দেন। তা হলেও পুজোর কেনাকাটায় ছন্দপতন হয়নি। শহরের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত প্রান্তের ফল, সবজি ও মুদি দোকানে কেনাকাটার ভিড় ছিল জমজমাট। কেউ রেনকোর্ট পরে, আবার কেউ ছাতামাথায় পুজোর উপকরণ কেনেন।

    সেইসঙ্গে এনজেপি, দেশবন্ধুপাড়া, বর্ধমান রোড, হিলকার্ট রোড, সেভক রোড, বিধানরোড প্রভৃতি এলাকার সোনার দোকান, গ্যারেজ, হার্ডওয়ার সহ বিভিন্ন দোকান ফুল, মালায় সাজিয়ে তোলা হয়। জংশন, রেলস্টেশন, এনবিএসটিসি, সেভক রোড ও ফুলবাড়ির শিল্পতালুক, পরিবহণনগরের ট্রাক টার্মিনাস, বাসস্ট্যান্ড প্রভৃতি এলাকায় বৃষ্টি উপক্ষো করেই বাঁশ, কাঠ, কাপড় দিয়ে মণ্ডপ তৈরি করা হয়। আলোর মালায় সংশ্লিষ্ট এলাকাগুলি সাজিয়ে তোলা হয়।

    সন্ধ্যার পর আকাশে মেঘ ছিল। ঠান্ডা হাওয়া চলেছে। এই অবস্থায় জংশন, রেলস্টেশন সহ বিভিন্ন এলাকার বিশ্বকর্মা পুজো মণ্ডপ আলোর রোশনাইয়ে ঝলমলিয়ে ওঠে। এই অবস্থায় এদিন সন্ধ্যায় কেনাকাটা করতে বিধানমার্কেট, হংকংমার্কেট, হকার্সকর্ণার, শেঠ শ্রীলাল মার্কেট, জংশন, এসজেডিএ মার্কেট, বিভিন্ন শপিংমলে ভিড় করেন ক্রেতারা। তাঁরা কেনাকাটা সেরে জংশন, মাল্লাগুড়িতে এনবিএসটিসির গ্যারেজ, এনজেপির রেল স্টেশন চত্বর, চিল্ড্রেন পার্কের বিদ্যুৎ বণ্টন কোম্পানির পুজো মণ্ডপ পরিদর্শন করেন।

    কেউ কেউ বলেন, হাতেগোনা আর ক’দিন পর দুর্গাপুজো। তাই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই কেনাকাটা করছি। বাজার শেষে রেস্তোরাঁয় পেট পুজো করে বিশ্বকর্মা পুজোর মণ্ডপ দেখে বাড়িতে ঢুকব। কয়েকজন আবার বলেন, আকাশের মুখ ভার হলেও বিশ্বকর্মা পুজো ঘিরেই দুর্গাপুজোর আমেজ তৈরি হয়েছে। তাই ঘরে বসে না থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সনৎ ভৌমিক বলেন, বাজার জমেছে।  আলোয় সেজেছে শিলিগুড়ির রাস্তা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)