• খুনে অভিযুক্ত মইনুলের হয়ে পতাকা নিয়ে মিছিল তৃণমূলের, দায় এড়ালেন জেলা সভাপতি, কটাক্ষ বিজেপি’র
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: দল সব সম্পর্ক অস্বীকার করেছে। তারপরেও ইংলিশবাজারের লক্ষ্মীপুরে শাসক দলের কর্মী খুনে অভিযুক্ত মইনুল শেখের সমর্থনে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েই মঙ্গলবার রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ওই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তাৎপর্যপূর্ণভাবে এদিন তাঁরা দাবি করেছেন, মইনুলকে যাঁরা ‘ফাসাচ্ছেন’, তাঁরাও তৃণমূলের সমর্থক। বিষয়টি নিয়ে অস্বস্তি জেলা তৃণমূলের অন্দরে। অন্যদিকে, রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

    লক্ষ্মীপুরের বাসিন্দা মইনুলের জমি কেনাবেচার বিরাট ব্যবসা। তৃণমূল তাকে টিকিট না দেওয়ায় গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে কাজিগ্রাম পঞ্চায়েতের সদস্য হয় মইনুল। পরে দল বদলে ফেরে তৃণমূলে। তার বিরুদ্ধে জবরদখল, ভুয়ো নথি ব্যবহার করে জমি বিক্রি সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ। জুলাই মাসে মানিকচকের তৃণমূল কর্মী ও আরেক জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে মইনুল ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। মইনুল ও তার এক ছেলেকে পুলিশ গ্রেপ্তারও করে। এখন তারা জেল হেফাজতে।

    এরই মধ্যে গত রবিবার ওই খুনের ঘটনার অন্যতম সাক্ষী ও প্রত্যক্ষদর্শী আতিমুল মোমিনের পিঠে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে মইনুলের ছেলে শাহিদ শেখের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভে সামিল হন লক্ষ্মীপুরের বাসিন্দাদের একাংশ।

    রানা শেখ, আকিম শেখ, সায়রা বিবিদের কথায়, মিথ্যা অভিযোগে মইনুলকে নতুন করে ফাঁসানোর চেষ্টা করছেন খুন হয়ে যাওয়া তৃণমূল কর্মী আজাদের বাবা। বুধবার আদালতে মইনুলের বিরুদ্ধে খুনের মামলা ওঠার কথা। সে যাতে জামিন না পায়, সেজন্যই গুলি করে খুনের চেষ্টার মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমরাও তৃণমূল করি। মইনুল আমাদের মসিহা।

    বিক্ষোভকারীদের দাবি, এলাকার কারও বাড়িতে অভাব, অনটন হলে মইনুল পাশে দাঁড়ায়। তাকে ফাঁসানোর চেষ্টা হলে ছেড়ে কথা বলবেন না বলে এদিন প্রচ্ছন্ন হুমকি দেন একাংশ। 

    এর আগে মইনুলকে দলে নেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং প্রমুখ। এদিনের বিক্ষোভ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, কে, কোথায়, কার হয়ে মিছিল করলেন, তাতে তৃণমূলের কিছু যায় আসে না। কেউ দলের পতাকা নিয়ে মিছিল করলেই কর্মী, সমর্থক হতে পারেন না। এই কর্মসূচির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। 

    মালদহ দক্ষিণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলেন, মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। খুনি, মাফিয়াদের হয়ে মিছিলও করছে তৃণমূল। রাজ্যের শাসকদল যে দুষ্কৃতীদের সঙ্গেই রয়েছে, এদিনের মিছিলেও স্পষ্ট হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)