• কাটোয়ায় অমৃত ভারত প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ডিআরএম
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। কোটি কোটি টাকা খরচ করে স্টেশনের আধুনিকীকরণ হচ্ছে। কাজ কতদূর এগল তা সরেজমিনে দেখতে মঙ্গলবার কাটোয়া স্টেশনে আসেন হাওড়া ডিভিশনের ডিআরএম। এদিন ডিআরএমকে সামনে পেয়ে জ্ঞানদাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন কাটোয়া-আহমদপুর শাখায় ট্রেন বাড়ানোর দাবি জানায়। পূর্ব রেলের হাওড়ার ডিআরএম বিশাল কাপুর তাঁদের জানান, যাত্রীর চাপ থাকলে অবশ্যই কাটোয়া-আহমেদপুর শাখায় ট্রেন বাড়ানো যাবে। আহমদপুর শাখায় আমরা দেখলাম একটা যাত্রী ট্রেন প্রায় ফাঁকা গেল। সময়সূচির কারণে ট্রেনে যাত্রী নাও থাকতে পারে। কিন্তু রেল সব সময়ে যাত্রী স্বার্থে ট্রেন পরিষেবা দিয়ে থাকে।  ডিআরএম সাংবাদিকদের কাটোয়া রেলগেটের উড়ালপুল নিয়ে বলেন, আমাদের নজরে আছে। রাজ্য প্রশাসনের সঙ্গেও কথা হচ্ছে। এদিন ডিআরএম কাটোয়া স্টেশনের মূল গেট, টিকিট ঘর থেকে যাত্রীদের বিশ্রামের ঘর সব ঘুরে দেখেন। কীভাবে আধুনিকীকরণ করা হচ্ছে তার ম্যাপ নিজে দেখেন। এছাড়া বিভিন্ন শাখায় ট্রেন চলাচলের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডিআরএম আরও বলেন, কাটোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আমরা পূর্ব রেলের সব গুরুত্বপূর্ণ স্টেশন সরেজমিনে পরিদর্শন করছি। কাটোয়া জংশনের গুরুত্ব রয়েছে। এখানে উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলেছে। জ্ঞানদাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের নেতা হিমাদ্রি ঘোষ বলেন, ডিআরএমকে আমাদের দাবি জানিয়েছি। তিনি আমাদের বলেছেন,  আশানুরূপ যাত্রী হলে আমাদের দাবি মেনে নেওয়া হবে। 

    এদিকে কাটোয়া-বর্ধমান শাখায় ইতিমধ্যেই এক জোড়া নতুন ট্রেন চালু করা হয়েছে। ভবিষ্যতে পরীক্ষামূলক ভাবে পরিস্থিতি খতিয়ে দেখে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)