দিনভর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে শাসক ও বিরোধী নেতারা
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, হলদিয়া: একদিন আগে থেকেই বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছে বন্দর শহর হলদিয়া। মঙ্গলবারই হলদিয়ার সিংহভাগ শিল্প সংস্থায় পুজো ও মণ্ডপের উদ্বোধন হয়। এদিন বিকেল থেকে রাতভর নামী শিল্প সংস্থাগুলিতে শ্রমিক, কর্মচারীদের ইউনিয়নের পুজো উদ্বোধনে ব্যস্ত ছিলেন শাসক ও বিরোধী উভয় দলের নেতারা।
আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শ্রমিকদের মন পেতে তৃণমূল ও বিজেপি উভয় দলের নেতারাই এবার বিশ্বকর্মা পুজোর মঞ্চকে পুরোদমে ব্যবহার করছেন। এদিন বিকেল থেকে একাধিক নামী শিল্প সংস্থার পুজোর উদ্বোধন করেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। অন্যদিকে, বিজেপির নেতারাও এবার ঝাঁপিয়ে পড়েছেন পুজোর উদ্বোধনে। বিরোধী দলনেতা একাধিক বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করেছেন এদিন হলদিয়ায়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও এদিন পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে উদ্বাস্তুদের পুজোর উদ্বোধন করেন শহরের অন্যপ্রান্তে। বিজেপির এই দুই নেতাকে অবশ্য এদিন একমঞ্চে দেখা যায়নি।
এদিকে, ঋতব্রতবাবু এদিন ইমামি অ্যাগ্রোটেক ভোজ্যতেল কারখানার গেটে শ্রমিকদের পুজোর উদ্বোধন করেন। তারপর একাধিক পুজো উদ্বোধনের পর রাতে এইচপিএলের গেটে পুজোর উদ্বোধন করেন। এদিন বিকেল থেকে দফায় দফায় বৃষ্টির ফলে আয়োজকরা কিছুটা বিপাকে পড়েন। এবার হলদিয়ায় সবচেয়ে বড় মাপের বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে হলদিয়া পেট্রকেমিক্যাল কন্ট্রাক্টর অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। এঁদের পুজো এবার ২৯ বছরে পড়েছে। এবছর রাজস্থানের মন্দিরের আদলে গড়ে উঠছে মণ্ডপ। মণ্ডপের উচ্চতা প্রায় ৬০ ফুট এবং চওড়ায় ৯০ ফুট। পুজোর বাজেট ২৫ লক্ষ টাকা। পুজো উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচিও রয়েছে। হোগলা এবং শস্য দানা দিয়ে অসাধারণ বিশ্বকর্মা মূর্তি গড়েছেন শিল্পী সুভাষ জানা।
হলদিয়া ইন্দোরামা ধানসিরি বিশ্বকর্মা পূজা কমিটি এবার দারুণ আলোকসজ্জা করেছে। এদের পুজোর বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। ফলের বীজ দিয়ে তৈরি হয়েছে বিশ্বকর্মার মূর্তি। মণ্ডপের থিম ‘‹ফিরে দেখা গ্রামীণ কুটির শিল্পের কথা’। বাঁশের তৈরি বিভিন্ন সরঞ্জাম দিয়ে মণ্ডপ গড়ে উঠছে।
হলদিয়া মিৎসুবিসি কারখানার কন্ট্রাক্টর, ট্রান্সপোর্টার অ্যান্ড ওয়ার্কার্স বিশ্বকর্মা পুজো কমিটি ২৮ বছরে পড়েছে। এখানে মণ্ডপের থিম সহজ পাঠ। মণ্ডপের উচ্চতা প্রায় ৪০ ফুট। প্রতিমা তৈরি হয়েছে রেশম সুতো দিয়ে। হলদিয়ার টাটা স্টিল হুগলি মেড কোক ডিভিশন এমপ্লয়িজের বিশ্বকর্মা পুজো এবছর ১৫ বছরে পড়েছে। পুজোর বাজেট ৮ লক্ষ টাকা। প্রায় ৫০ ফুট উচ্চতার মণ্ডপ তৈরি হয়েছে প্রাচীন মন্দিরের আদলে। হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পুজোর এবছরের থিম কেদারনাথ মন্দির। বাজেট প্রায় ১৭ লক্ষ টাকা।-নিজস্ব চিত্র