• তারানগরে পদ্মার ভাঙনে গৃহহীনদের পুনর্বাসনের উদ্যোগ
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: লালগোলার তারানগরে পদ্মার ভাঙনে বিধ্বস্ত পরিবারগুলির পুনর্বাসনের উদ্যোগ নিল প্রশাসন। সোমবার লালগোলা ব্লক কার্যালয়ে বিডিও দেবাশিস মণ্ডল, স্থানীয় বিধায়ক মহম্মদ আলি, লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার, ভূমি কর্মাধ্যক্ষ ইসমাইল হক, ওসি অতনু দাস বৈঠকে বসেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে বিডিও, বিধায়ক, সর্বদলীয় প্রতিনিধি এবং সেচদপ্তরের অধিকারিক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। বিধায়ক মহম্মদ আলি বলেন, তারানগরে পদ্মার ভাঙন একটি বড় প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয় একা কারও পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। তাই পঞ্চায়েত সমিতি সহ ব্লক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ত্রাণ ও পুনর্বাসনের জন্য পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু হচ্ছে। লাগাতার বর্ষা ও বন্যার জল ফুঁসতে থাকায় গত ১৫ আগস্ট রাত থেকে তারানগরে শুরু হয় পদ্মার ভাঙন। ওই ভাঙনে ফসলি জমি, আম, লিচু বাগানের পাশাপাশি ১৬টি বাড়ি সম্পূর্ণ ভাবে তলিয়ে গিয়েছে। ভাঙনের মুখে ৯টি বাড়ি এবং ৫৫টি বাড়ির সদস্যরা আতঙ্কের প্রহর গুনছেন। ইতিমধ্যে ব্লক প্রশাসন তারানগর ও কালীনগর প্রাথমিক বিদ্যালয়ে শিবির তৈরি করেছেন। ওই দুই শিবিরে আসন্ন প্রসবা মহিলা সহ প্রায় ৯০টি পরিবারের প্রায় ২৭৫ জন সদস্য আশ্রয় নিয়েছেন। এছাড়া ১৫টি পরিবার তাঁবুতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে তড়িঘড়ি করে সিপিএম-কংগ্রেস পরিচালিত লালগোলা পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে ভাঙন কবলিতদের পুনর্বাসন কল্পে বৈঠকে বসেন বিধায়ক মহম্মদ আলি। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ইসমাইল হক বলেন, পুনর্বাসনের প্রশ্নে বিধায়ক ও ব্লক প্রশাসনের ভুমিকা অত্যন্ত আশাব্যঞ্জক। পুনর্বাসন সরকারি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হয়। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করা গিয়েছে। ভাঙনের দুর্বিসহ যন্ত্রণা থেকে মানুষগুলোকে  মুক্তি দিতে দ্রুততার সঙ্গে যাতে পুনর্বাসন দেওয়া যায় তার সমস্ত রকম পরিকল্পনা করা হয়েছে। বিডিও দেবাশিস মণ্ডল বলেন, বিধায়ক সহ সমস্ত জনপ্রতিনিধি এবং সেচদপ্তরের আধিকারিকদের নিয়ে ভাঙন বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়ার প্রক্রিয়া প্রশাসনিক পর্যায়ে খুব শীঘ্রই শুরু হবে।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)