নিকাশি সমস্যা মিটিয়ে ১০টি পুজো ঘিরে জোর প্রস্তুতি পুরসভার
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কান্দি: ওয়ার্ডে নিকাশি সমস্যার কারণে পুজোয় যাতে দর্শনার্থীদের সমস্যায় না পড়তে হয়, সেজন্য ব্যবহার হবে একাধিক পাম্প। কান্দির ৬নম্বর ওয়ার্ডের জন্য এমনই পদক্ষেপ করছে পুরসভা। ওই এলাকায় ১০টি পুজোর প্রস্তুতি চলছে। এখন থেকেই ওয়ার্ডের মানুষ পুজোর আমেজে ভাসছেন। ৬নম্বর ওয়ার্ডে শ্মশানপাড়া পুজো কমিটি এবার প্রথম দুর্গা আরাধনা করছে। ওয়ার্ডের অন্যতম পুজো হল শালতলা জাগৃতী সংঘ, যুবগোষ্ঠী, তালারপাড়, মটতলা, দিঘিরপাড়, চড়কপুকুর, বিবাদী সংঘ প্রভৃতি। এই ওয়ার্ডের গুপিবাবুর পুজো বহু প্রাচীন। তোপধ্বনির সঙ্গে এই পুজো শুরু হয়। গুপিবাবুর পুজোর তোপধ্বনি শুনে অন্যান্য কমিটি পুজো শুরু করে। এটাই এখানকার প্রাচীন রীতি। বহুবছর ধরে এই ওয়ার্ড নিকাশি সমস্যা জর্জরিত। এখানকার পীরতলা এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। তবে এবছর জমা জল সরাতে পুরসভা তড়িঘড়ি কাজ শুরু করেছে। তিনমাস ধরে ওই এলাকায় দু’টি পাম্পসেট মজুত রেখে জল সরিয়ে ফেলা হচ্ছে। পুজোর সময় এই কাজে আরও জোর দেওয়া হবে। স্থানীয় কাউন্সিলার তপন ঘোষ বলেন, পুজোর সময় একাধিক পাম্প মজুত রাখা হচ্ছে। কোনওভাবে নিকাশি সমস্যা যাতে দেখা না দেয়, সেজন্য এই ব্যবস্থা। পুজোয় ২৪ঘণ্টা কর্মীরা নিকাশি সমস্যা মোকাবিলায় ওয়ার্ডে হাজির থাকবেন। ওয়ার্ডের প্রবীণ ও অসুস্থদের পুজো দেখার জন্য কিছু টোটো মজুত করে রাখা হবে। সাহায্য চাইলে তৎক্ষণাৎ তাঁদের টোটোয় করে ঠাকুর দেখানো হবে। অন্য ওয়ার্ডের মতো এখানেও পুজোর আগে রাস্তা মেরামত, নিকাশিনালা সাফাই, রাস্তায় ব্লিচিং পাউডার ও চুন ছড়ানোর কাজ চলছে। অলিগলির পথবাতিও প্রয়োজনে পাল্টে দেওয়া হচ্ছে। ওয়ার্ডের বাসিন্দা দেবশ্রী ঘোষ বলেন, পুরসভার ব্যবস্থাপনায় এবার পুজোয় কোনও অসুবিধা হবে বলে মনে হয় না। এখন থেকেই পাড়ায় পুজোর আমেজ এসে গিয়েছে। অপর বাসিন্দা দেবব্রত রায় বলেন, ওয়ার্ডে ১০টি পুজো হচ্ছে। তাই দুর্গোৎসবে জমজমাট পরিবেশে আনন্দ করতে পারব বলে আমরা আশাবাদী।