নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিএসটি’র নয়া সিদ্ধান্তের ভার সম্পূর্ণভাবে বইতে হবে বাংলাকে। এ জন্য রাজ্য সরকারের ক্ষতি হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। কেন্দ্র একটা পয়সাও ক্ষতিপূরণ দেবে না। মঙ্গলবার পিজি হাসপাতালের এক অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের এই ২০ হাজার কোটি টাকার লোকসানের মধ্যে ১০ হাজার কোটি টাকার আয় কমবে স্বাস্থ্যক্ষেত্রে। মমতা বলেন, স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যবিমা, ওষুধে জিএসটি প্রত্যাহারের দাবি সর্বপ্রথম আমরাই জানিয়ে আসছি। এতদিন বাদে তা করা হলেও কোনও ক্ষতিপূরণ আমাদের দেওয়া হচ্ছে না।