• পুজোয় ভিআইপি রোড সচল রাখতে ‘অতিরিক্ত লেন’
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পুজোর ভিড়। অতিরিক্ত গাড়ির চাপ। স্তব্ধ রাস্তা। যানজটে নাকাল শহরবাসী। এই দৃশ্য খুবই চেনা। কিন্ত পুজোর ভিড়ের মধ্যেও ভিআইপি রোড সচল রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বিধাননগর কমিশনারেট। কলকাতা থেকে যাঁরা এয়ারপোর্টের দিকে যাবেন তাঁদের যাতে অসুবিধা না হয় তার জন্য ‘অতিরিক্ত রাস্তা’র ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এয়ারপোর্টগামী লেনের পাশাপাশি কলকাতাগামী লেনের একটি অংশ দিয়েও গাড়ি যাবে এয়ারপোর্টের দিকে। ফলে গাড়ির চাপ বাড়লেও অসুবিধা হবে না। সেই সঙ্গে বাস, অটো, রিকশ’র উপরও থাকবে নিয়ন্ত্রণ। ট্রাফিক পুলিশের দাবি, সাধারণ মানুষের কথা ভেবে প্রস্তুতি নেওয়া হয়েছে।

    জানা গিয়েছে, ভিআইপি রোডে এয়ারপোর্টগামী লেনে গোলাঘাটায় একটি কাটআউট করা হয়েছে। চাপ বাড়লে প্রয়োজন বুঝে এয়ারপোর্টের দিকে যাওয়া কিছু গাড়িকে কাটআউট দিয়ে নিয়ে যাওয়া হবে পাশের রাস্তায়। অর্থাৎ উল্টোডাঙাগামী রাস্তায়। সেখানে আলাদা একটি লেন থাকবে। তা দিয়ে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হবে কিছু সংখ্যক গাড়ি। সেই গাড়িগুলিকে লেকটাউন পার করিয়ে বাঙুর বা দমদম পার্ক থেকে আবার এয়ারপোর্ট লেনে তোলা হবে। লেকটাউনে জ্যাম আটকাতে এই অতিরিক্ত লেন প্রস্তুত রাখছে পুলিশ।

    লেকটাউন নামটা পুজোর সময় পাল্টে যায়। হয়ে যায়, ‘শ্রীভূমি’। শহরের নামকরা এই পুজো দেখতে মানুষের ঢল নামে। শ্রীভূমির ভিড় সামাল দেওয়ার পাশাপাশি, লেকটাউনে ভিআইপি রোড সচল রাখাও বিধাননগর কমিশনারেটের কাছে চ্যালেঞ্জ। যানজট হওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশকে রাস্তা জ্যাম মুক্ত  রাখার নির্দেশ দিয়েছিলেন। তারপর গত কয়েকবছর ভিআইপি রোড মোটামুটি সচল থাকছে পুজোর সময়। এখন থেকেই সে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, গতবছরের মতো এবারও কিছু পদক্ষেপ নিচ্ছে কমিশনারেট। যেমন লেকটাউন-শ্রীভূমি এলাকায় ভিআইপি রোডের উপর যে বাস স্টপ রয়েছে, সেগুলি পুজোর সময় অস্থায়ীভাবে বন্ধ থাকবে। দর্শনার্থীদের ভিআইপি রোডের উপর দিয়ে পারাপার করতে দেওয়া হবে না। টিন দিয়ে রাস্তা একপাশ ঘিরে দেওয়া হবে। মানুষ রাস্তা পেরবে সাবওয়ে দিয়ে।

    এর পাশাপাশি লেকটাউন এবং দমদম পার্কের বহু জায়গা পুজোর সময় নো-এন্ট্রি করে দেওয়া হয়। সম্প্রতি  রিকশ এবং অটোচালকদের নিয়ে বৈঠক করে লেকটাউন ট্রাফিক পুলিশ। চালকদের বলা হয়েছে, তাঁরা যেন কেউ নো-এন্ট্রি দিয়ে না ঢোকেন। কারণ, নো-এন্ট্রিতে কোনও গাড়ি ঢুকে গেলে যানজট তৈরি হয়ে যায়। যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার এবং সঠিক ভাড়া নেওয়ারও কথা জানানো হয়েছে চালকদের। পুলিশ জানিয়েছে, লেকটাউনে কলকাতা লেনের সার্ভিস রোডে ভিআইপি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও কিছু গাড়িকে লেকটাউনের কাছে থাকা বেইলি ব্রিজ দিয়ে সল্টলেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। কেষ্টপুর খালপাড়ে থাকবে গাড়ি রাখার ব্যবস্থা।
  • Link to this news (বর্তমান)