• এলাকার ইতিহাস, বিশিষ্ট ব্যক্তিদের জীবনী দিয়ে সেজে উঠছে বাস স্ট্যান্ড
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: একেবারে নতুনভাবে সেজে উঠছে রেল শহর কাঁচরাপাড়ার বাস স্ট্যান্ডগুলি। প্রতিটি বাস স্ট্যান্ড হয়ে উঠেছে ইতিহাস সমৃদ্ধ। বাস স্ট্যান্ডগুলিতে দাঁড়ালে আপনি সেগুলির নামকরণ এবং ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এছাড়া সেই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের জীবনী ছবিসহ তুলে ধরা হচ্ছে বাস স্ট্যান্ডগুলিতে। বাস বা অটো-টোটো ধরার জন্য অপেক্ষারত মানুষ সেখান থেকে জানতে পারবেন সেই এলাকার ইতিহাস।

    যেমন লিচুবাগান বাস স্ট্যান্ড বা মোনা দত্ত সরণি বাস স্ট্যান্ড। কেন মোনা দত্ত সরণি নামকরণ করা হয়েছে, কে ছিলেন মোনা দত্ত, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন যাত্রীরা। ঠিক সেই রকম কাঁচরাপাড়া কলেজ বাস স্ট্যান্ডে যে কেউ দাঁড়ালে দেখতে পাবেন ছবি সহ কাঁচরাপাড়া কলেজের ইতিহাস। কাঁচরাপাড়া কলেজ কে উদ্বোধন করেছিলেন, কারা পর্যায়ক্রমে এই কলেজের অধ্যক্ষ হয়েছেন ইত্যাদি অনেক তথ্য।

    অন্যদিকে রয়েছে কাঁচরাপাড়া পুরসভা এবং শিবানী হাসপাতাল বাস স্ট্যান্ড। এখানে দাঁড়ালে আপনারা দেখবেন শিবানী হাসপাতাল এবং কাঁচরাপাড়া পুরসভার ইতিহাস। কাঁচরাপাড়া পুরসভা এবং শিবানী হাসপাতাল কবে গড়ে উঠেছিল, কবে তার উদ্বোধন হয়েছে ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয় সেখানে দাঁড়িয়ে পড়ে নিতে পারবেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বাস স্ট্যান্ডগুলি এখন কাঁচরাপাড়া শহরের স্মৃতি বহন করছে।

    কাঁচরাপাড়া পুরসভা বেসরকারি সংস্থার সহযোগিতায় দশটি বাস স্ট্যান্ডকে একদম আধুনিক রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছে। পুরসভার চেয়ারম্যান অমল অধিকারী তার ভাবনায় এই বাস স্ট্যান্ডগুলি তৈরি করছেন। তবে এগুলি তৈরি করতে পুরসভার একটি টাকাও খরচা হচ্ছে না। কমল অধিকারী জানান, বেসরকারি বিজ্ঞাপন সংস্থা এগিয়ে এসেছে। আমরা তাদের সহযোগিতায় প্রতিটি বাস স্ট্যান্ডকে নতুন করে সাজিয়ে তুলছি। যেখানে এলাকার ইতিহাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী তুলে ধরা হচ্ছে। আশা করছি, কাঁচরাপাড়াবাসীর কাছে এগুলি খুব আকর্ষণীয় হয়ে উঠবে। 
  • Link to this news (বর্তমান)