স্কুল চলাকালীন প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, শোরগোল
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: স্কুল চলাকালীন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। অসুস্থ হয়ে পড়েন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পাল। তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে একটি দরখাস্তের উপর সই করার বিষয় নিয়ে গন্ডগোল শুরু হয়। এরপরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর চড়াও হন স্কুল পরিচালন সমিতির সভাপতি। তিনি ঘাড় ধাক্কা দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেন। সেই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। কাকদ্বীপ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। মিলনকান্তি পাল বলেন, ‘বেশ কিছুদিন ধরে ছাত্র-ছাত্রীরা শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছিল। বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। স্কুল কমিটির প্রায় সবাই রাজি ছিলেন। কিন্তু সভাপতি রাজি ছিলেন না। হঠাৎ তিনি অফিসে ঢুকে একটি দরখাস্তে সই করার কথা বলেন।’ শিক্ষকের দাবি, তাতে মিথ্যে কথা লেখা ছিল। তাই তিনি সই করেননি। মিলনবাবু জানান, তিনি অসুস্থ। পরে থানায় অভিযোগ করবেন। পরিচালন সমিতির সভাপতি বলেন, ‘স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভ্রমণে নিয়ে যাওয়ার নাম করে টাকা তুলছিলেন। তিনি পরিচালন সমিতির অনুমতি নেননি। সেই বিষয়ে অভিযোগ করতে গেলে তিনি অভিযোগ নেননি। উল্টে খারাপ ব্যবহার করেছেন। তাঁর গায়ে হাত দেওয়া হয়নি।’ নিজস্ব চিত্র