সংবাদদাতা, বনগাঁ: কাজের প্রলোভন দেখিয়ে এক মহিলাকে ভিনরাজ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ। এই ঘটনায় ভিনরাজ্য থেকেই এক হাতুড়ে চিকিৎসকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ঝন্টু মৃধা। তাঁকে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, কয়েক মাস আগে বনগাঁ থানা এলাকার বাসিন্দা ঝন্টু কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বধূকে প্রথমে কলকাতায় যৌনপল্লিতে নিয়ে যান। পরে সেখান থেকে মুম্বই নিয়ে যান। অভিযোগ, মুম্বই নিয়ে গিয়ে কাজ না দিয়ে ওই বধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন তিনি। বধূর অভিযোগ, মুম্বইয়ে নিয়ে গিয়ে ঝন্টু তাঁকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। কিছুদিন পর কোনওমতে সেখান থেকে পালিয়ে যান তিনি। বনগাঁয় ফিরে আগস্ট মাসে বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বনগাঁ থানার পুলিশ চলতি মাসের ১৩ তারিখ মধ্যপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁকে ট্রানজিট রিমান্ডে সোমবার বনগাঁ থানায় আনা হয়। এদিন তাঁকে আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মধ্যপ্রদেশে হাতুড়ে চিকিৎসকের কাজ করেন।