রাস্তাঘাটের হাল খতিয়ে দেখতে শুক্রবার শহর পরিদর্শন মেয়রের, মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি চিন্তা বাড়িয়েছে পুরকর্তাদের
বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ সেপ্টেম্বরের মধ্যে শহরের রাস্তাঘাটের হাল কতটা ফিরল, তা সরেজমিনে ঘুরে দেখবেন মেয়র ফিরহাদ হাকিম। আগামী শুক্রবার কলকাতা সফরে বেরবেন তিনি। বর্তমানে শহরের উত্তর থেকে দক্ষিণ, শ্যামবাজার থেকে বেহালা—সর্বত্র যেখানে যেখানে রাস্তা খারাপ রয়েছে, সেখানে শেষ মুহূর্তের কাজ চলছে। তবে বৃষ্টিতে কাজ ব্যাহতও হচ্ছে। বৃষ্টি দুশ্চিন্তা বাড়িয়েছে পুরকর্তাদের।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ বেহালা, জোকা, ঠাকুরপুকুর এবং গড়িয়া অঞ্চলের রাস্তা পরিদর্শনে যাবেন ফিরহাদ। বিশেষ করে যেসব জায়গায় কেইআইআইপি প্রকল্পের আওতায় নিকাশি পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে, সেখানকার রাস্তাঘাট কতটা মেরামত হয়েছে, এখন কী অবস্থায় রয়েছে, সেসব ঘুরে দেখবেন তিনি। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ ধরে বি এল শা রোড, তারপর মতিলাল গুপ্ত রোড, জেমস লং সরণি, জোকার ডায়মন্ড পার্ক এলাকা ঘুরবেন তিনি। তারপর টালিগঞ্জ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড ধরে গড়িয়া চলে যাবেন তিনি। সেখানেও বেশ কয়েকটি রাস্তার কাজ চলছে। কেইআইআইপি প্রকল্পের কাজ নিয়ে এসব অঞ্চলে মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। সেই কথা মাথায় রেখে পুজোর আগে সেখানকার রাস্তাঘাট ঠিকঠাক করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মেয়র। সেই মতো কতটা কাজ হয়েছে, সেটাই দেখতে যাচ্ছেন মেয়র।
শুক্রবার রাতে শহরের অন্যান্য অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মেয়রের। মেট্রোপলিটনে একটি অনুষ্ঠান রয়েছে তাঁর। সেখান থেকে বেরিয়ে প্রথমে বেলেঘাটা, ফুলবাগান, কাঁকুড়গাছি, উল্টোডাঙা, খান্না, এ পি সি রোড, তারপর শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ, লেনিন সরণি হয়ে মৌলালি, পার্ক স্ট্রিট ক্রসিং, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ঘুরে দেখবেন। এরপর তিনি চলে যাবেন গড়িয়াহাট রোড, সার্দান অ্যাভিনিউ, টালিগঞ্জ ফাঁড়ি,
নিউ আলিপুর ধরে ডায়মন্ডহারবার রোড পরিদর্শনে। সেখান থেকে মোমিনপুর রোড থেকে হাজরা মোড়ে এসে শেষ হবে মেয়রের সফর। পুরকর্তারা জানাচ্ছেন, বেশিরভাগ রাস্তায় মেরামতির কাজ শেষ। কিন্তু অনেক জায়গায় বৃষ্টির জন্য নতুন করে দেওয়া পিচের প্রলেপ উঠে
যাচ্ছে। অফিসারদের যুক্তি, পিচ হওয়ার পর অন্তত দিন দশেক টানা রোদ থাকলে ভালো হয়। মনে করা হয়েছিল, পুজোর আগে টানা রোদ্দুর থাকবে কয়েকদিন। সেই অনুযায়ী রাস্তা মেরামতির কাজ ভালোই এগচ্ছিল। কিন্তু, গত দু’-তিন ফের দফায় দফায় বৃষ্টি হওয়ায় বহু
জায়গায় পিচের প্রলেপ উঠে গিয়েছে। তাছাড়া, সিইএসসি বিভিন্ন জায়গায় রাস্তা কেটে কাজ করছে। সেসব জায়গায় জোড়াতাপ্পি দেওয়ার
কাজ করতে হচ্ছে। কিন্তু মেঘলা আবহাওয়া ও বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা থাকছেই।