নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলায় এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার পাশেই ই-গাড়ির চার্জিং স্টেশন তৈরি হয়েছে। সেখানে দুটি গাড়ি চার্জ দেওয়া যাবে। সম্প্রতি এর উদ্বোধন করেছেন পুরসভার পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। উদ্বোধন করা হলেও আপাতত তা থেকে গাড়ি পিছু চার্জিং বাবদ কত টাকা নেওয়া হবে, তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। বিভাগীয় সূত্রে খবর, আপাতত কিছুদিন ট্রায়াল রান করে দেখা হবে বিভিন্ন ধরনের গাড়িতে চার্জ করতে কতটা সময় লাগছে, কতটা বিদ্যুৎ খরচ হচ্ছে। দেবাশিস কুমার বলেন, আপাতত দুটি চার্জিং পয়েন্ট করা হল। এখন কোনও ফি নেওয়া হবে না। পরে, তা নির্ধারণ করা হবে। ব্যাটারি একদম চার্জ নেই, এমন গাড়িকে পুরো চার্জ হতে দেড় ঘণ্টা সময় লাগবে। আগামী দিনে আমরা শহরে এমন আরও চার্জিং স্টেশন গড়ব।